ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

রাজধানীতে বাইক চালকদের হেলমেট ব্যবহারে প্রাণহানি কমেছে

সড়ক দুর্ঘটনায় গত বছর নিহত ৪৪৩৯

প্রকাশিত: ১১:০৪, ৩০ জানুয়ারি ২০১৯

সড়ক দুর্ঘটনায় গত বছর নিহত ৪৪৩৯

স্টাফ রিপোর্টার ॥ ২০১৮ সালে তিন হাজার ১০৩টি সড়ক দুর্ঘটনায় চার হাজার ৪৩৯ জন নিহত হয়েছে বলে জানিয়েছেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, গত বছর শুধু গাড়ি চাপায় মারা গেছে ১ হাজার ৫৩৫ জন। এছাড়াও মুখোমুখি সংঘর্ষে ৮৭৩ জন, গাড়ি উল্টে গিয়ে ২৭১, গাড়ি খাদে পড়ে ১৫৪ জন এবং অন্যান্য দুর্ঘটনায় ৮০৬ জন সরাসরি নিহত হয়েছে, আর আহত হয়ে হাসপাতালে মারা গিয়েছে ৭৪০ জন। মঙ্গলবার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে নিরাপদ সড়ক চাই (নিসচা) কর্তৃক ২০১৮ সালের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান উপস্থাপন উপলক্ষে সাংবাদিক সম্মেলনে সংগঠনটির চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, ২০১৭ সালের চেয়ে ২০১৮ সালে ১২০৬ জন সড়ক দুর্ঘটনায় কম নিহত হয়েছে, কিন্তু ২০১৬ সালের চেয়ে গত বছরে নিহতের সংখ্যা ১২৮৭ জন বেশি ছিল। নিসচার পরিসংখ্যানের তথ্য অনুযায়ী গত বছরের জুন মাসে সবচেয়ে বেশি মানুষ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে। ওই মাসে ৩৮১ জন সড়কে প্রাণ হারিয়েছে আর সবচেয়ে কম মানুষ সড়কে প্রাণ হারিয়েছে নবেম্বর মাসে। ওই মাসে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছে ২৪৫ জন। গত বছর সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে সাত হাজার ৪২৫ জন। ২০১৮ সালে ৫৬৬ জন চালক সড়কে প্রাণ হারিয়েছে তার মধ্যে মোটরসাইকেল চালকের সংখ্যা সবচেয়ে বেশি। বাস চালক যেখানে ৬৪ জন নিহত হয়েছে সেখানে ১৬০ মোটরসাইকেল চালক নিহত হয়েছে। ঢাকা জেলাতে সবচেয়ে বেশি দুর্ঘটনায় মানুষ নিহত হয়েছে। ঢাকাতে ৩৩৯টি দুর্ঘটনায় ৩৪৬ জন প্রাণ হারিয়েছে আর নওয়াবগঞ্জে সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে। ওই জেলাতে দুটি দুর্ঘটনায় দু’জন মারা গেছে। সড়ক আন্দোলনের ফলে রাজধানীতে মোটরসাইকেল চালক এবং যাত্রী উভয়ই হেলমেট ব্যবহার করার কারণে ২০১৭ সালের চেয়ে গত বছরে ৫.৮৬ শতাংশ কম মানুষ মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে বলে জানিয়েছেন ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, এই হেলমেট ব্যবহারের সচেতনতা শুধু রাজধানীর মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, এটা সারাদেশে ছড়িয়ে দিতে হবে। তবে মোটরসাইকেল যাত্রীদের হেলমেটের মান নিয়ে প্রশ্ন আছে। তাই যাত্রীদের গুণগত মান-সম্মত হেলমেটের ব্যবস্থা করতে হবে। গাড়ি চালকদের পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবে সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। তাই গাড়ি চালকদের প্রশিক্ষণ দিতে পর্যাপ্ত প্রশিক্ষণ কেন্দ্র চালু করতে সরকারকে আহ্বান জানিয়েছেন ইলিয়াস কাঞ্চন। তিনি বলেন, দেশে ১৬ লাখ চালকের চাহিদা আছে। তাই আমরা উপযুক্ত প্রশিক্ষণ দ্বারা এই পেশায় উদ্বুদ্ধ করে দেশে চালকের চাহিদা মেটানোর ব্যবস্থা গ্রহণ করতে পারি। এতে করে দেশের বেকারত্বের হারও হ্রাস পাবে
×