ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

‘তাঁকে ছাড়া বার শূন্য মনে হয়’

প্রকাশিত: ১০:৫৯, ৩০ জানুয়ারি ২০১৯

‘তাঁকে ছাড়া বার শূন্য মনে হয়’

স্টাফ রিপোর্টার ॥ সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির প্রয়াত কীপার আব্দুল করিম ভাইকে স্মরণ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, করিম ভাইয়ের মৃত্যুতে বারের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে। তাঁকে ছাড়া বার শূন্য মনে হয়। মঙ্গলবার সন্ধ্যায় সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান মিলনায়তনে আইনজীবীদের আয়োজনে করিম ভাইয়ের স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেন, ১৯৮৩ সালে আবদুল করিমের সঙ্গে পরিচয় হয়। তারপর থেকে তার মৃত্যুর সময় পর্যন্ত আমার সম্পর্ক ছিল। একইভাবে বারের সবার সঙ্গেও তার সুসম্পর্ক হয়। তার মতো লোক পাওয়া দুস্কর। তিনি মারা যাওয়ার পর বারের বিউটি নষ্ট হয়ে গেছে। বারে তার শুণ্যতা পূরণ হবার নয়। করিম ভাই যখন তখন বাসায় বই নিয়ে হাজির হতেন। যখন যার বই প্রয়োজন হত তিনি তাকে বই দিতেন। বই পাগল এই করিম ভাই সব সময় সবাইকে বই বিতরণ করতেন।
×