ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

প্রশাসনিক কার্যক্রম উদ্বোধন

প্রকাশিত: ০৯:২০, ৩০ জানুয়ারি ২০১৯

প্রশাসনিক কার্যক্রম উদ্বোধন

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ প্রত্যাশিত খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা আবাসিক এলাকার একটি ভাড়া বাড়িতে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম উদ্বোধন করা হয়। এটি হচ্ছে খুলনার তৃতীয় বিশ্ববিদ্যালয় এবং দেশের পঞ্চম কৃষি বিশ্ববিদ্যালয়। আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ড. মোঃ শহীদুর রহমান খান। তিনি বলেন, এ জন্য সার্বিক প্রস্তুতি নেয়া হচ্ছে। ইতোমধ্যে ৭টি অনুষদের অধীন ৫১টি বিভাগ খোলার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) প্রস্তাব পাঠানো হয়েছে। বুধবার ইউজিসি’র একটি প্রতিনিধি দল খুলনায় আসবেন। খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেন, খুলনার মানুষের দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত কৃষি বিশ্ববিদ্যালয় চালু হতে যাচ্ছে। যা খুলনার শিক্ষাক্ষেত্রে ব্যাপক অবদান রাখবে। তিনি এ বিশ্ববিদ্যালয়কে রাজনীতি মুক্ত রাখার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন জানান, কৃষি বিশ্ববিদ্যালয়ের জন্য নগরীর দৌলতপুরে ১০৮ একর জমি অধিগ্রহণের জন্য চেষ্টা করা হচ্ছে।
×