ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির আওয়ামী লীগের কাউন্সিলর প্রার্থীদের সাক্ষাতকার আজ

প্রকাশিত: ১২:২৬, ২৮ জানুয়ারি ২০১৯

 ঢাকা উত্তর ও দক্ষিণ  সিটির আওয়ামী  লীগের কাউন্সিলর  প্রার্থীদের সাক্ষাতকার আজ

বিশেষ প্রতিনিধি ॥ ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নবগঠিত ৩৬টি ওয়ার্ডে একক কাউন্সিলর প্রার্থী ঠিক করতে কাজ শুরু করেছে দায়িত্বপ্রাপ্ত আওয়ামী লীগের বিশেষ কমিটি। আজ সোমবার বিকেল তিনটায় ঢাকা উত্তর সিটি এবং সন্ধ্যা ৭টায় দক্ষিণ সিটি কর্পোরেশনের এসব ওয়ার্ডের কাউন্সিলর পদে মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাতকার নেবে এই বিশেষ কমিটি। এর পরই পরবর্তী বৈঠকে বসে সব ওয়ার্ডের আওয়ামী লীগের একক কাউন্সিলর প্রার্থীর নাম ঘোষণা করা হবে। আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের শনিবারের যৌথসভায় দুই সিটির কাউন্সিলর প্রার্থী বাছাইয়ের জন্য এই বিশেষ কমিটি গঠন করে দেন প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা। শনিবার এই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে। দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির প্রথম সভায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিশেষ দিকনির্দেশনা দেন। বৈঠকে উপস্থিত ছিলেন আরেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আফম বাহাউদ্দিন নাছিম, ব্যারিস্টার মহিবুল হাসান নওফেল ও উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। বৈঠক শেষে কমিটির নেতা ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জনকণ্ঠকে বলেন, সিটি নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কমিটির প্রথম বৈঠকে আজ সোমবার বিকেল তিনটায় ঢাকা উত্তরের এবং সাতটায় দক্ষিণের কাউন্সিলর পদে সমর্থন প্রত্যাশীদের সাক্ষাতকার গ্রহণ করা হবে। এ সময় ঢাকা মহানগর আওয়ামী লীগ উত্তর ও দক্ষিণের সভাপতি-সাধারণ সম্পাদক উপস্থিত থাকবেন। গত শনিবার রাতে গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটিতে প্রার্থী বাছাইয়ের কমিটি গঠন করা হয়। এতে নেতৃত্বে আছেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও লে. কর্নেল (অব) মুহম্মদ ফারুক খান। কমিটির অন্যান্য সদস্য হলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, বিএম মোজাম্মেল, ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল এবং উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। ড. আব্দুর রাজ্জাক ও লে. কর্নেল (অব) মুহম্মদ ফারুক খান বাইরে থাকায় প্রথম বৈঠকে তারা ছিলেন না।
×