ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিদ্যুত পেল ৪ গ্রামের মানুষ

প্রকাশিত: ১০:২২, ২৮ জানুয়ারি ২০১৯

 বিদ্যুত পেল ৪ গ্রামের মানুষ

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ২৭ জানুয়ারি ॥ বিদ্যুত পেলেন রায়পুর উপজেলার চরাঞ্চলের চার গ্রামের মানুষ। এর মধ্যে রয়েছে চরবংশী ইউনিয়নের চর ইন্দুরিয়া, চরবংশী, চরজালিয়া ও চরখাষিয়ার চার গ্রামের বাসিন্দারা। রবিবার বিকেলে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুত সমিতির উদ্যোগে চরবংশী ইউনিয়নের চর ইন্দুরিয়া আলতাফ মাস্টারের ঘাটে আনুষ্ঠানিকভাবে সুইচ চেপে বিদ্যুতের নতুন লাইনের উদ্বোধন করেন, প্রধান অতিথি লক্ষ্মীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কাজী শহিদ ইসলাম পাপুল। রায়পুর উপজেলা চেয়ারম্যান মাস্টার আলতাফ হোসেন হাওলাদারের সভাপতিত্বেও লক্ষ্মীপুর পল্লী বিদ্যুত সমিতির ডিজিএম প্রকৌশলী মোঃ শাহজাহান কবীরের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী রায়, পৌর মেয়র ইসমাইল খোকন প্রমুখ।
×