ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ষড়যন্ত্র করে বিএনপি ঝড়-ঝাপটায় হারিয়ে গেছে ॥ রাজ্জাক

প্রকাশিত: ১০:০৭, ২৮ জানুয়ারি ২০১৯

 ষড়যন্ত্র করে বিএনপি  ঝড়-ঝাপটায় হারিয়ে  গেছে ॥ রাজ্জাক

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২৭ জানুয়ারি ॥ কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম মন্ডলীর অন্যতম সদস্য ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বিএনপির ফখরুল-মওদুদ সাহেবরা সংসদ নির্বাচন বানচাল করার জন্য নানা ষড়যন্ত্র করেছে। ষড়যন্ত্র করে বিএনপির মতো বড় একটি রাজনৈতিক দল সমুদ্রের ঝড়-ঝাপটায় হারিয়ে গেছে। যেন তারা পথ হারা পাখি। সংসদ নির্বাচনে দেখেছি, বিএনপির পোস্টার নাই, বিএনপির কর্মীরা ঘর থেকে বের হয় না। বিএনপির কর্মীরা মনে হয় হারিয়ে গেছে, তারা পথহারা। ফখরুল-মওদুদরা একেকজন একেক কথা বলেন। কারও কথার সঙ্গে কোন মিল নেই। এসব কারণে বিএনপির নির্বাচনে ভরাডুবি হয়েছে। বিগত ’১৪ সালের নির্বাচনে অংশগ্রহণ না করে যে ভুল করেছিলেন। যার জন্য আজ দলটি দিশেহারা। আবার ষড়যন্ত্রের পাঁয়তারা করছেন। সংসদে আসবেন না, উপজেলা নির্বাচনে অংশগ্রহণ না করে যদি সন্ত্রাস, নাশকতার আশ্রয় নেন তাহলে আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ মিলে প্রতিহত করা হবে। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ আয়োজিত রবিবার বিকেলে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে নবনির্বাচিত সকল দলীয় এমপিকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কৃষিমন্ত্রী একথা বলেন। কৃষিমন্ত্রী বিএনপিকে উদ্দেশ্য করে আরও বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল। আমি মনে করি তারা জনগণের ভালবাসা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে, জনগণের সমর্থন হারিয়েছে। আমরা চাই বিএনপি উপজেলা নির্বাচনে আসুক। প্রতিদ্বন্দ্বিতামূলক স্থানীয় সরকার নির্বাচন হোক। যেখানে সকলেই অংশগ্রহণ করবে। বিএনপি সংসদে এসে তাদের কথা বলা উচিত। এতে তারা শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করতে পারে। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তানভীর হাসান ছোট মনির এমপি, আতাউর রহমান খান এমপি, হাসান ইমাম খান সোহেল হাজারী এমপি, ছানোয়ার হোসেন এমপি, আহসানুল ইসলাম টিটু এমপি, জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাহার আহমেদ, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন প্রমুখ। এর আগে রবিবার সকালে কৃষিমন্ত্রী টাঙ্গাইল জেলা প্রশাসকের সভাকক্ষে সরকারী সকল দফতরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেন, সকল সরকারী কর্মকর্তাদের সততা ও দক্ষতার সঙ্গে নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান। সরকার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। প্রতিটি দফতর থেকে জনগণ যাতে দ্রুততম সময়ের মধ্যে ঝামেলাহীনভাবে সেবা পায় সে লক্ষ্যে সকল কর্মকর্তাকে কাজ করতে হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের মানুষ অনেক আশা নিয়ে ভোট দিয়ে আওয়ামী লীগকে আবারও সরকার গঠন করার সুযোগ দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী পাঁচ বছরে নির্বাচনী ইশতেহারের প্রতিটি অঙ্গিকার বাস্তবায়ন করবেন। তিনি আরও বলেন, আসন্ন এসএসসি পরীক্ষায় টাঙ্গাইলকে নকলমুক্ত রাখতে সকলের সহযোগিতা কামনা করেন। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকদের আরও জ্ঞান অর্জনের পাশাপাশি ছাত্রছাত্রীদের লেখাপড়ার প্রতি মনোযোগী হতে হবে। অনেক সময় দেখা যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের প্রতিটি বিষয়ে পাঠ্যদানে অপরাগতা প্রকাশ পায়। এক্ষেত্রে কাউকে কোন ছাড় দেয়া হবে না। টাঙ্গাইলের জেলা প্রশাসক শহীদুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, তানভীর হাসান ছোট মনির এমপি, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন প্রমুখ। সভায় জেলার সকল সরকারী দফতরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
×