ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রধানমন্ত্রীর সঙ্গে চার নারী সেনাকর্মকর্তার সাক্ষাত

প্রকাশিত: ১০:০৬, ২৮ জানুয়ারি ২০১৯

প্রধানমন্ত্রীর সঙ্গে চার নারী সেনাকর্মকর্তার সাক্ষাত

জনকণ্ঠ ডেস্ক ॥ প্রথমবারের মতো সেনাবাহিনীর আর্টিলারি ও ইঞ্জিনিয়ার্স ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে নিয়োগ পাওয়া লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদার চার নারী সেনাকর্মকর্তা রবিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন। তারা হলেন লেফটেন্যান্ট কর্নেল সানজিদা হোসেন, লেফটেন্যান্ট কর্নেল সৈয়দা নাজিয়া রায়হান, লেফটেন্যান্ট কর্নেল ফারহানা আফরীন ও লেফটেন্যান্ট কর্নেল সারাহ্ আমির। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নারীর ক্ষমতায়নের অঙ্গীকারের অংশ হিসেবে ২০০০ সাল থেকে সেনাবাহিনীর দীর্ঘমেয়াদী কোর্সে নিয়মিতভাবে নারী কর্মকর্তা নিয়োগ দেয়া হচ্ছে। -ওয়েবসাইট
×