ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোমেনকে জেরেমি হান্টের অভিনন্দন

প্রকাশিত: ০৬:৩৭, ২৭ জানুয়ারি ২০১৯

মোমেনকে জেরেমি হান্টের অভিনন্দন

ড. একে আবদুল মোমেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হওয়ায় ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট তাকে অভিনন্দন জানিয়েছেন। হান্ট বলেছেন, আগামী বছরগুলোতে তার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য তিনি অধীর আগ্রহ নিয়ে অপেক্ষায় আছেন। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। ব্রিটেনে বসবাসকারী ৫ লাখ ব্রিটিশ বাংলাদেশীকে জীবন্ত সেতুবন্ধন হিসেবে উল্লেখ করে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান রয়েছে। তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে পরবর্তী কৌশলগত সংলাপ চলতি বছরের শেষের দিকে অনুষ্ঠিত হবে। দুই দেশের জনগণের পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে এটি একটি গুরুত্বপূর্ণ প্লাটফরম। -বাসস আজ চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ আজ চট্টগ্রাম প্রেসক্লাবের দ্বিবার্ষিক সম্মেলন। বেলা ১১টায় ক্লাবের বঙ্গবন্ধু হলে এ সম্মেলনে প্রধান অতিথি হবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। সম্মেলনের উদ্বোধন করবেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন। আগামীকাল সোমবার অনুষ্ঠিত হবে দ্বিবার্ষিক সাধারণ সভা। ৩০ জানুয়ারি অনুষ্ঠিত হবে নির্বাচন।
×