ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হাসপাতালে নেইমার, জয় পিএসজির

প্রকাশিত: ০৬:৫৮, ২৫ জানুয়ারি ২০১৯

হাসপাতালে নেইমার, জয় পিএসজির

স্পোর্টস রিপোর্টার ॥ আবারও ঘাতক ইনজুরি আক্রান্ত হয়েছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। কোপা দ্য ফ্রান্সের (প্যারিসিয়ান কাপ) শেষ ৩২-এর ম্যাচে কাঁদতে কাঁদতে মাঠ ছেড়ে হাসপাতালে যেতে হয়েছে প্যারিস সেইন্ট জার্মেইনের (পিএসজি) এ তারকাকে। তিন সপ্তাহের মতো নেইমার মাঠের বাইরে চলে গেলেও স্বস্তির জয় পেয়েছে স্বাগতিকরা। এডিনসন কাভানি ও এ্যাঞ্জেল ডি মারিয়ার লক্ষ্যভেদে অতিথি স্ট্রাসবুর্গকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে পিএসজি। ঘরের মাঠে ম্যাচের চতুর্থ মিনিটেই কাভানি গোল করে এগিয়ে দেন পিএসজিকে। দলের হয়ে এ নিয়ে টানা তিন ম্যাচে গোল পেয়েছেন উরুগুইয়ান ফরোয়ার্ড। এরপর দু’দলই দীর্ঘক্ষণ আর গোল পায়নি। ম্যাচের ৮০ মিনিটে এ্যাঞ্জেল ডি মারিয়া দ্বিতীয় গোল করেন পিএসজির হয়ে। উইলিয়ান ড্রাক্সলারের বাড়ানো বলে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করে দলের জয় নিশ্চিত করেন এই আর্জেন্টাইন তারকা। তবে ম্যাচ জয়ের চেয়েও নেইমারের ইনজুরি পিএসজি শিবিরের জন্য বড় দুঃসংবাদ হয়ে এসেছে। মাঠ থেকে সোজা হাসপাতালে যেতে হয়েছে তাকে। ফরাসী জায়ান্টদের সমর্থকরা বিশেষভাবে উৎকণ্ঠিত ইনজুরিটা আবার পুরনো জায়গায় হয়েছে বলে। ডান পায়ের মেটাটারস্যালের এই ইনজুরির কারণে গত বছর বিশ্বকাপ খেলাটাই অনিশ্চিত হয়ে গিয়েছিল ব্রাজিলিয়ান তারকার। ইনজুরি থেকে ফিরে এলেও চিরচেনা ধারাল নেইমারকে ঠিক দেখা যায়নি মাঠে। সর্বশেষ খবরে জানা গেছে, সপ্তাহ তিনেক মাঠের বাইরে কাটাতে হবে নেইমারকে। স্বভাবতই সংবাদটা কোচ টমাস টাচেলের উদ্বেগ বাড়িয়ে দিয়েছে। চ্যাম্পিয়ন্স লীগের পরের রাউন্ডের ম্যাচে পিএসজিকে শক্তিশালী ম্যানচেস্টার ইউনাইটেডের মোকাবেলা করতে হবে। নিশ্চিত করেই এই ম্যাচে নেইমার খেলতে পারছেন না। ১৩ ফেব্রুয়ারির ম্যাচে মাঝ মাঠের তারকা মার্কো ভেরাট্টিকেও হয়তো পাবে না পিএসজি। কেননা তিনিও চোটে পড়েছেন। ওলে গানার সোলসজায়ের অধীনে নতুন ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে তাই কঠিন লড়াই করতে হবে ফরাসী চ্যাম্পিয়নদের। ম্যাচের ৬০ মিনিটে স্ট্রাসবুর্গ মিডফিল্ডার মোয়াটাজ জেমজেমির ধাক্কায় মাটিতে পড়ে যান নেইমার। এর আগেও কয়েকবার তাকে ফাউল করেন জেমজেমি। তবে এবারের ধাক্কায় ডান পা বেকায়দায় পড়ে যায় নেইমারের। নিজের ভার সামলাতে পুরো ভর দিয়ে বসেন ডান পায়ের এ্যাঙ্কেলের ওপর। ফলে আবারও এ্যাঙ্কেলের চোটে পড়তে হয়েছে। একবার চিকিৎসা নিয়ে মাঠে ফিরে আসলেও বেশিক্ষণ থাকতে পারেননি। ৬২ মিনিটে কাঁদতে কাঁদতে মাঠ থেকে উঠে যেতে হয় ব্রাজিলিয়ান তারকাকে। নেইমারের চোট নিয়ে চিন্তিত পিএসজি কোচ টমাস টাচেল বলেন, আসলে খুবই জটিল একটা বিষয়। সেই একই পায়ের একই জায়গাতে। নেইমার এখন হাসপাতালে আছে। আমি আর বেশি কিছু বলতে চাচ্ছি না।
×