ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফাইনালে কেভিতোভা-ওসাকা লড়াই

প্রকাশিত: ০৬:৫৫, ২৫ জানুয়ারি ২০১৯

ফাইনালে কেভিতোভা-ওসাকা লড়াই

স্পোর্টস রিপোর্টার ॥ অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠলেন পেত্রা কেভিতোভা এবং নাওমি ওসাকা। দুর্দান্ত খেলেই মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের ফাইনালের টিকেট নিশ্চিত করলেন তারা। শেষ চারে চেক প্রজাতন্ত্রের পেত্রা কেভিতোভা পরাজিত করেন আমেরিকার অবাছাই ড্যানিয়েলে কোলিন্সকে। বৃহস্পতিবার উইম্বলডনের সাবেক চ্যাম্পিয়ন ৭-৬ (৭/২) এবং ৬-০ গেমে হারান প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালের টিকেট কেটে চমকে দেয়া ড্যানিয়েলে কোলিন্সকে। সেমিফাইনালের আরেক ম্যাচে পেত্রা কেভিতোভার স্বদেশী ক্যারোলিনা পিসকোভার মুখোমুখি হন নাওমি ওসাকা। জাপানের তরুণ প্রতিভাবান খেলোয়াড় তিন সেটের লড়াইয়ে ৬-২, ৪-৬ এবং ৬-৪ গেমে পরাজয়ের স্বাদ উপহার দেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান পিসকোভাকে। শনিবার অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। যেখানে ক্যারিয়ারের প্রথম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের জন্য কোর্টে নামবেন কেভিতোভা-ওসাকা। সুদীর্ঘ ক্যারিয়ারে দুটি গ্র্যান্ডস্লাম জয়ের স্বাদ পেয়েছেন পেত্রা কেভিতোভা। দুটিই আবার উইম্বলডনে। তবে ২০১৬ সালে দুর্বৃত্তদের কবলে পড়ে ভয়াবহ ইনজুরিতে পড়েছিলেন তিনি। এমনকি সুস্থ হয়ে তার টেনিস কোর্টে ফেরা নিয়েই সংশয় প্রকাশ করেছিলেন অনেকে। কিন্তু সবাইকে অবাক করেই চেক তারকা দুর্দো- প্রতাপে কোর্টে ফিরেন। এবার নতুন মৌসুমের প্রথম গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টের ফাইনালেও জায়গা করে নিলেন তিনি। মেলবোর্নে নিজের প্রথম ম্যাচ থেকেই অপ্রতিরোধ্য ছিলেন কেভিতোভা। ফাইনালে ওঠার পথে বিশ্ব টেনিসের সেরা সেরা খেলোয়াড়দের পরাজিত করেছেন তিনি। অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠে দারুণ রোমাঞ্চিত চেক তারকা। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘আমার কাছে এটাই সবকিছু। গ্র্যান্ডস্লামের ফাইনালে খেলার জন্যই তো এতো ত্যাগ এতো পরিশ্রম। ফাইনালে যাই ঘটুক না কেন আমি সত্যিই খুব খুশি।’ এদিকে চমক অব্যাহত রেখেছেন নাওমি ওসাকা। গত মৌসুমেই জাপানের প্রথম কোন খেলোয়াড় হিসেবে জিতেছেন গ্র্যান্ডস্লাম। ইউএস ওপেনে হারিয়েছিলেন টেনিসের রানি সেরেনা উইলিয়ামসকে। ফের ইতিহাস হাতছানি দিয়ে ডাকছে তাকে। অস্ট্রেলিয়ান ওপেনে নারী এককের ফাইনালে উঠেছেন তিনি। এটি জিতলে ইতিহাসে প্রথম কোন জাপানী খেলোয়াড় হিসেবে অস্ট্রেলিয়ান এবং জোড়া গ্র্যান্ডস্লাম জয়ের রেকর্ড গড়বেন তিনি। স্বপ্ন পূরণে মাত্র একধাপ পিছিয়ে থাকা ওসাকা সেমিফাইনালে উড়িয়ে দিয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা ক্যারোলিনা পিসকোভাকে। র‌্যাঙ্কিংয়ের সাত নম্বরে থাকা চেক রিপাবলিকের এই টেনিস সেনসেশনকে ২-১ সেটে হারিয়েছেন তিনি। বৃহস্পতিবার মেলবোর্নের রড লেভার এ্যারেনা টেনিস কোর্টে প্রথম সেটে আধিপত্য দেখান ওসাকা। ৬-২ গেমে পিসকোভাকে হারিয়ে এগিয়ে যান তিনি। তবে দ্বিতীয় সেটে ব্যাকফুটে চলে যান তিনি। ৬-৪ গেমে হেরে গেলে ম্যাচে ১-১ সেটে সমতা আসে। তৃতীয় সেটে তুমুল লড়াই হয় দু’জনের মধ্যে। তবে শেষ পর্যন্ত ৬-৪ গেমে জিতে টানা দ্বিতীয় গ্র্যান্ডস্লামের ফাইনালে ওঠেন চার নম্বর র‌্যাঙ্কিংধারী এই জাপানী খেলোয়াড়। ইতিহাস গড়ার পথে ওসাকার সামনে বড় বাধা এখন পেত্রা কেভিতোভা। চেক তারকাও এবার টেনিস কোর্টে নিজের সেরাটা ঢেলে দিয়ে লড়াই করছেন। অস্ট্রেলিয়ান ওপেনের চ্যাম্পিয়ন হলে গ্র্যান্ডস্লাম সংখ্যাটাকে নিয়ে যাবেন তিনি। আর কেভিতোভাকে হারিয়ে টানা দ্বিতীয় মেজর টুর্নামেন্ট জয়ের হাতছানি ওসাকার সামনে। শনিবার অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে একে অপরের মুখোমুখি হবেন তারা। ওসাকা কী পারবেন ক্যারিয়ারের দ্বিতীয় মেজর শিরোপা জিতে নিজেকে ইতিহাসে জায়গা করে দিতে? টেনিসপ্রেমীদের অপেক্ষা এখন সেটাই দেখার।
×