ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পীরগঞ্জের ৯৩ গ্রাম পুলিশের ভাতা বন্ধ

প্রকাশিত: ০৬:৩৮, ২৫ জানুয়ারি ২০১৯

পীরগঞ্জের ৯৩ গ্রাম পুলিশের ভাতা বন্ধ

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ২৪ জানুয়ারি ॥ পীরগঞ্জের ১০টি ইউনিয়ন পরিষদে নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৯৩ গ্রাম্য পুলিশ দায়িত্ব পালন করছে। তারা দায়িত্ব সততা ও নিষ্ঠার সঙ্গে পালন করে এলাকায় জনগণের যানমাল রক্ষা করাসহ নানা ধরনের সেবা দিচ্ছেন। ওইসব গ্রাম পুলিশ থানায় হাজিরা, যাতায়াত দৈনিক ভাতা ২০ মাস ধরে বন্ধ রয়েছে। ফলে তারা মানবেতর জীবন যাপন করছে। ৯৩ গ্রাম পুলিশের ২২ লাখ ৩২ হাজার টাকা বকেয়া রয়েছে। এ সব টাকা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে স্থাবর সম্পতি হস্তান্তর করের ১% থেকে পরিশোধ করার জন্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় চিঠি দিয়েছে উপজেলা নির্বাহী অফিসারকে। একজন গ্রাম্য পুলিশ প্রতি মাসে ৪ বার থানায় হাজিরা দিয়ে থাকেন। প্রতি হাজিরায় ৩শ’ টাকা করে দেয়ার কথা রয়েছে। ২০ মাসে প্রতি গ্রাম্য পুলিশ ২৪ হাজার টাকা ভাতা বকেয়া রয়েছে। ৯৩ গ্রাম্য পুলিশের মোট বকেয়া রয়েছে ২২ লাখ ৩২ হাজার টাকা। তাদের বকেয়া ভাতা পরিশোধ করার জন্য এখনও পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার কোন ব্যবস্থা নেয়নি। ফলে গ্রাম্য পুলিশদের মধ্যে হতাশা বিরাজ করছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ইউপ শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব ড. সৈয়দা নওশিন পর্ণিনী গত ৮/০২/২০১৭ তারিখে ভাতা প্রদানের জন্য চিঠি প্রেরণ করেছে। মন্ত্রণালয়ের চিঠি কার্যকর ও বাস্তবায়ন না হওয়ায় গ্রাম পুলিশদের মধ্যে অসন্তেুাষ দেখা দিয়েছে।
×