ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পাবনায় অটোবাইক স্ট্যান্ডের আধিপত্য নিয়ে সংঘর্ষ ॥ নিহত ১

প্রকাশিত: ০৬:৫৫, ২৩ জানুয়ারি ২০১৯

পাবনায় অটোবাইক স্ট্যান্ডের আধিপত্য নিয়ে সংঘর্ষ ॥ নিহত ১

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২২ জানুয়ারি ॥ অটোবাইক স্ট্যান্ডের আধিপত্য নিয়ে দু’গ্রুপের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছে। নিহত যুবকের নাম অরিন আলী পৈলানপুর মহল্লার মৃত হাসান আলী বটুর ছেলে। নিহত যুবক অটোবাইক স্ট্যান্ডের মাস্টার ছিল। এ সংঘর্ষে আহত হয়েছে প্রায় ১০ জন। আহতদের মধ্যে ৩ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে শহরের পৈলানপুরে এ ঘটনা ঘটেছে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ জানান, শহরের পৈলানপুর মোড়ে অটোবাইক স্ট্যান্ডের দখল নিয়ে দীর্ঘদিন ধরে স্থানীয় হাজী শরীফ ও মামুন গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে দু’গ্রুপের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে একজন ভিক্ষুকসহ উভয় গ্রুপের ১০ জন আহত হয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ায় আতঙ্কে মুহূর্তের মধ্যে দোকানপাট বন্ধ হয়ে যায়। পৈলানপুরে ইয়াকুব আলী স্মৃতি সংঘের অফিসঘর এবং ঘরে রক্ষিত জাতির জনক বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি এবং আসবাবপত্র ভাংচুর করা হয়। দু’গ্রুপের সংঘর্ষ চলাকালে কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা গেছে বলে স্থানীয়রা জানান। আহতদের মধ্যে ৪ জনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে আহত আল আমিন ও অরিনের অবস্থার অবনতি হওয়ায় তাদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজশাহী নেয়ার পথে পথিমধ্যে অরিনের মৃত্যু হয়।
×