ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বগুড়ায় বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ছিনতাইকারী আটক

প্রকাশিত: ০৪:৩১, ২২ জানুয়ারি ২০১৯

বগুড়ায় বন্দুকযুদ্ধে গুলিবিদ্ধ ছিনতাইকারী আটক

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ রবিবার গভীর রাতে শিবগঞ্জের বিহার পশ্চিমপাড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জুয়েল গুলিবিদ্ধ হয়েছে। তাকে গ্রেফতার করা হয়েছে। সে ওই গ্রামের মৃত আয়েজ উদ্দিনের ছেলে। সে শিবগঞ্জ মসলা গবেষণা কেন্দ্রের সামনে গত ১০ জানুয়ারি রাতে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের মূল অভিযুক্ত। অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, ডিবি পুলিশের একটি দল রবিবার রাতে শিবগঞ্জের বিহার এলাকায় পৌঁছলে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা পুলিশের ওপর গুলি চালায়। পুলিশ পাল্টা গুলি চালালে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এ সময় পায়ে গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলে পড়ে থাকে জুয়েল। তার হাতে ছিল একটি ওয়ান স্যুটার বন্দুক। তার কাছে রাইফেলের তিন রাউন্ড গুলি পাওয়া যায়। স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়ি থেকে ছিনতাই হওয়া ৮০ হাজার টাকা উদ্ধার করা হয়। সে পুলিশের হেফাজতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন। শিবগঞ্জে বিদেশী অস্ত্রসহ আটক এক স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি এলাকা থেকে দুটি বিদেশী পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। আটক অস্ত্র ব্যবসায়ী হলো উপজেলার রানীবাড়ি চাঁদপুরের জামাল হোসেনের ছেলে এনামুল ওরফে বানসু। র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে র‌্যাব-৫, রাজশাহী এর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল উপজেলার কয়লাবাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় দুটি বিদেশী পিস্তল, চারটি ম্যাগাজিন ও ১৪ রাউন্ড গুলিসহ এনামুল ওরফে বানসুকে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে।
×