ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধক সপ্তাহ উপলক্ষে র‌্যালি

প্রকাশিত: ০৪:৩৫, ২১ জানুয়ারি ২০১৯

 জরায়ুমুখ ও স্তন  ক্যান্সার প্রতিরোধক  সপ্তাহ উপলক্ষে  র‌্যালি

জরায়ুমুখ স্তন ক্যান্সার সংক্রান্ত সেবার পরিধি ও মান উন্নয়ন এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ১৯ থেকে ২৫ জানুয়ারি ‘জরায়ুমুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধ সপ্তাহ’ উদযাপন হচ্ছে। এ উপলক্ষে রবিবার সকাল ৮টায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণের বটতলা থেকে জাতীয় জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং ও প্রশিক্ষণ কেন্দ্র’র উদ্যোগে এই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে একটি জনসচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অংশ প্রদক্ষিণ করে। র‌্যালি পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় সেন্টার অব এক্সিলেন্স হিসেবে রোগীদের সেবা দিয়ে যাচ্ছে। এই বিশ্ববিদ্যালয়ের জাতীয় জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং ও প্রশিক্ষণ কেন্দ্র থেকে দেশব্যাপী মা ও বোনদের মাঝে স্তন ও জরায়ু ক্যান্সার বিষয়ে জনসচেতনতা সৃষ্টি, এই ক্যান্সার নির্ণয় ও প্রতিরোধসহ চিকিৎসাসেবা প্রদান করছে। সমাজের অর্ধেক অংশই হলো নারী। জরায়ু ও স্তন ক্যান্সার বড় ধরনের একটি ঘাতকব্যাধি। শুরুতে এই ক্যান্সার নির্ণয় করতে পারলে অনেক মা বোনদের জীন রক্ষা করা যাবে। প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মাতৃমৃত্যু হার ও শিশু মৃত্যুহার হ্রাস করতে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। প্রধানমন্ত্রীর সহযোগিতায় প্রতিষ্ঠিত জাতীয় জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং ও প্রশিক্ষণ কেন্দ্র-এর মাধ্যমে জরায়ু ও স্তন ক্যান্সারে নারীদের মৃত্যুহার অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব হবে। সবচাইতে বড় কথা এই জাতীয় জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং ও প্রশিক্ষণ কেন্দ্র- স্তন ও জরায়ু ক্যান্সার প্রতিরোধে বিরাট ভূমিকা পালন করবে। র‌্যালিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এ বিএম আব্দুল হান্নানসহ অন্যান্যরা অংশ নেন। -বিজ্ঞপ্তি
×