ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাটোরে জমি নিয়ে সংঘর্ষ ॥ নিহত ১

প্রকাশিত: ০৩:৫৬, ১৯ জানুয়ারি ২০১৯

 নাটোরে জমি নিয়ে  সংঘর্ষ ॥ নিহত ১

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১৮ জানুয়ারি ॥ সিংড়ায় জমি নিয়ে পূর্র্ব বিরোধের জের ধরে সংঘর্ষে আলমগীর হোসেন নামে এক ব্যক্তি নিহত এবং অপর ১২ জন আহত হয়েছে। আহতদের মধ্যে চারজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে, একজনকে সিংড়া হাসপাতালে এবং বাকি সাতজনকে বগুড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে সিংড়া উপজেলার বাঁশবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলমগীর হোসেন (৩২) বাঁশবাড়িয়া গ্রামের মৃত মাহমুদ অলীর ছেলে । জানা যায়, জমি নিয়ে বাঁশাবাড়িয়া গ্রামের কামাল মেম্বরের সঙ্গে একই গ্রামের আব্দুস সালামের বিরোধ চলে আসছিল। শুক্রবার দুপুরে সালামের লোকজন বিতর্কিত ওই জমিতে ধানের চারা রোপণ করতে গেলে কামাল মেম্বরের লোকজন বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ১৩ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত কামাল মেম্বরের ছোট ভাই আলমগীরকে নাটোর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
×