ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মোবাইল এ্যাপে বাঁধা যাবে জুতার ফিতা

প্রকাশিত: ০৫:৫০, ১৭ জানুয়ারি ২০১৯

মোবাইল এ্যাপে বাঁধা যাবে জুতার ফিতা

যারা জুতার ফিতা বাঁধতে গলদঘর্ম হন, তাদের জন্য সুখবর আছে। আপনার হাতে থাকা স্মার্টফোনের একটি এ্যাপ স্পর্শ করা মাত্র জুতার ফিতা আপনা-আপনি বাঁধা হয়ে যাবে। আবার জুতার ফিতা খোলার প্রয়োজন হলে একই এ্যাপে স্পর্শ করা মাত্র সেই ফিতা খুলে যাবে। প্রখ্যাত জুতা নির্মাতা কোম্পানি নাইকি এই অভিনব জুতা নিয়ে এসেছে। বিশেষ করে যারা বাস্কেটবল খেলে তাদের জন্য এই জুতা বিশেষ কার্যকরি হবে। নাইকির এই নতুন জুতার নাম দেয়া হয়েছে নাইকি এ্যাডাপ্ট। পরিধানযোগ্য প্রযুক্তি বিষয়ক পত্রিকা ওয়্যারেবলের সম্পাদক মাইকেল সোয়াশ বলেন, পরিধানযোগ্য জুতার ক্ষেত্রে নাইকির এই আবিষ্কার একটি বড় ধরনের অগ্রগতি। জুতার ফিতা বাঁধা নিয়ে মানুষের গলদঘর্ম হওয়া এখন স্রেফ অতীত। নাইকির কর্মকর্তা বেন উড বলেন, আমরা দীর্ঘদিন থেকে একটি উন্নত পরিধানযোগ্য প্রযুক্তি নির্ভর জুতা তৈরি নিয়ে ভাবছিলাম। আমার মনে হয় এই আবিষ্কার পরিধানযোগ্য প্রযুক্তি পণ্যের বাজারে রাজত্ব করবে। এই জুতা সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত হবে বলে দাবি করেন বেন উড। এ বছরের ফেব্রুয়ারি থেকে এই জুতা বাজারে পাওয়া যাবে। একজোড়া জুতার প্রাথমিক দাম ধরা হয়েছে সাড়ে তিন শ’ ডলার। -বিবিসি অবলম্বনে
×