ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়ানডেতে দশ হাজারি ক্লাবে ধোনি

প্রকাশিত: ০৭:০২, ১৬ জানুয়ারি ২০১৯

ওয়ানডেতে দশ হাজারি ক্লাবে ধোনি

স্পোর্টস রিপোর্টার ॥ পঞ্চম ভারতীয় হিসেবে ওয়ানডেতে ১০ হাজার রানের মাইলস্টোনে পা রেখেছেন মহেন্দ্র সিং ধোনি। সিডনিতে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়া সিরিজের প্রথম ম্যাচে ব্যক্তিগত ৫১ রানের পথে এ কীর্তি গড়েন ভারতের দু-দুটি বিশ্বকাপজয়ী অধিনায়ক। এর আগে এই মাইলফলক স্পর্শ করেছিলেন দেশটির সাবেক তিন গ্রেট শচীন টেন্ডুলকর, সৌরভ গাঙ্গুলী, রাহুল দ্রাবিড় ও বর্তমান অধিনায়ক বিরাট কোহলি। এদিন মাঠে নামার আগে ধোনির রান ছিল ৩২৯ ম্যাচে ৯,৯৯৯। ভারতীয় ইনিংসের পাঁচ নম্বরে ব্যাট হাতে নেমে দ্রুত ১ রান নিয়ে ওয়ানডেতে দেশের জার্সি গায়ে দশ হাজার রান পূর্ণ করেন ধোনি। অবশ্য ওয়ানডে ফরমেট হিসাব করলে গত জুলাইয়ে দশ হাজার রান পূর্ণ করেছিলেন ধোনি। এর মধ্যে এশিয়া একাদশের হয়ে তিন ম্যাচে ১৭৪। তাই শনিবারের ম্যাচ বাদে তার ওয়ানডে পরিসংখ্যান ৩৩২ ম্যাচে ১০১৭৩ রান। তবে ভারতের জার্সি গায়ে এদিনই এই মাইলফলক স্পর্শ করেন ধোনি। সিডনিতে বিরল এক ঘটনারও সাক্ষী হয়েছেন তিনি। মাত্র ২৩ বলের মধ্যে স্কোরবোর্ডে ৩ রান জমা করতে ৪ উইকেট হারায় ভারত। ফলে চতুর্থ ওভারেই ব্যাট হাতে মাঠে নামতে হয় ধোনিকে। এর আগে ধোনির এমন অভিজ্ঞতা বিশ্ব সবশেষ দেখেছিল ২০১০ সালে, শ্রীলঙ্কার বিপক্ষে। সে ম্যাচটা আবার হয়েছিল ঢাকায়। এদিন নেমেই সিঙ্গেল নিয়ে ওয়ানডের ‘দশ হাজারি’ ক্লাবের সদস্য হয়েছেন। ওয়ানডে ইতিহাসে ধোনির চেয়ে এখন ১২ জনের রান বেশি, তবে এই ১২ জনের মধ্যে ধোনির চেয়ে দ্রুতগতিতে রান তুলেছেন কেবল কোহলি ও সনাথ জয়সুরিয়া। ৯৬ বলে ৫১ রানের শম্ভুকগতির ব্যাটিংয়ের জন্য সিডনিতে হারের দায় এড়াতে পারবেন না নিজেকে হারিয়ে খোঁজা ধোনি। ঋষভ পন্থের মতো দুরন্ত তরুণ্যকে বাইরে রেখে তাকে কি আদৌ বিশ্বকাপে খেলানো হবে? এমন প্রশ্ন উঠতেই পারে।
×