ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যেখানে সান্ত¡না খুঁজছেন সরফরাজ

প্রকাশিত: ০৬:৪৪, ১৬ জানুয়ারি ২০১৯

যেখানে সান্ত¡না খুঁজছেন সরফরাজ

স্পোর্টস রিপোর্টার ॥ দক্ষিণ আফ্রিকায় তিন টেস্টের সিরিজে ‘হোয়াইটওয়াশ’ পাকিস্তান। কোন ম্যাচেই পাত্তা পায়নি সফরকারীরা। সেঞ্চুরিয়ন, কেপটাউন হয়ে জোহানেসবার্গÑ ন্যূনতম প্রতিরোধটুকু গড়তে পারেনি সরফরাজ আহমেদের দল। ভরাডুবি ৬, ৯ উইকেট ও ১০৭ রানে। নিজেদের টেস্ট ইতিহাসে তিন ম্যাচের দীর্ঘ কোন সিরিজে মাত্র দ্বিতীয়বারের মতো প্রোটিয়াদের কাছে এমন লজ্জায় ডোবা পাকিস্তান অধিনায়ক হতাশার মাঝে সন্ত¦না খুঁজতে গিয়ে পেস বোলারদের সামনে টেনে আনেন। তিনি বলেন, ব্যাটসম্যানরা দায়িত্বশীল হতে পারলে ফল অন্যরকম হতে পারত। প্রায় একই বক্তব্য কোচ মিকি আর্থারেরও। অন্যদিকে দূরন্ত নৈপুণ্যে পাওয়া স্মরণীয় সাফল্যে খুশি দক্ষিণ আফ্রিকা ভারপ্রাপ্ত অধিনায়ক ডিন এলগার। ‘আমরা ৩-০ ব্যবধানে হেরেছি, এটা সত্যি বেদনাদায়ক। কিন্তু সিরিজে বোলারদের পারফর্মেন্স ছিল আশাজাগানিয়া। বিশেষ করে পেসারদের। তবে সেটি প্রতিপক্ষের সঙ্গে তুলনার মতো নয়। দক্ষিণ আফ্রিকার হয়ে ডুয়ান অলিভিয়েরকে দেখুন, সে নতুন দলে এসে সিরিজের পার্থক্য গড়ে দিয়েছে। অবশ্য ব্যাটিং-ব্যর্থতায় আমরা নিজেরাও তাদের সাহায্য করেছি। শান মাসুদ আর বাবর আজম ছাড়া কেউ দৃঢ়তা দেখাতে পারেনি। আশা করছি ভুল থেকে শিক্ষা নিয়ে ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াতে পারব।’ সংবাদ মাধ্যমকে বলেন পাকিস্তান অধিনায়ক সরফরাজ। পোর্ট এলিজাবেথে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে শনিবার। তিন টেস্টে ২৪ উইকেট নিয়ে সিরিজসেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকান পেসার অলিভিয়ের। দ্বিতীয় সর্বোচ্চ ১৭ উইকেট দলটির তারকা পেসার কাগিসো রাবাদার। ডেল স্টেইন আর পাকিস্তানের মোহাম্মদ আমির নিয়েছেন সমান ১২টি করে উইকেট। ব্যাট হাতে সর্বোচ্চ ২৫১ রান করেছেন কুইন্টন ডি কক। দারুণ এক সেঞ্চুরি হাঁকিয়ে যিনি শেষ টেস্টের ম্যাচসেরা। ২২৮ ও ২২১ রান নিয়ে যথাক্রমে তার পেছনে সফরকারী দুই তারকা শান মাসুদ ও বাবর আজম। দক্ষিণ আফ্রিকান দুই ব্যাটসম্যান হাসিম আমলা ও এইডেন মার্করাম করেছেন ২০৯ ও ২০১ রান। নিজেরে ক্রিকেট ইতিহাসে ১৯৯৪-৯৫ মৌসুম থেকে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করা পাকিস্তান দেশটিতে প্রথম তিন টেস্টের সিরিজ খেলে ২০১৩ সালে। সেবারই প্রোটিয়ারা তাদের ৩-০ তে হোয়াইটওয়াশ করেছিল। এরপর আরও তিনটি দ্বিপক্ষীয় সিরিজ খেলা দক্ষিণ আফ্রিকা ফের দ্বিতীয়বারের মতো তিন টেস্টের কোন সিরিজে পাকিস্তানকে হোয়াইটওয়াশের লজ্জায় ডোবাল। ২০১৩Ñএর পর ১৯৯৭ সালে ১-০ ব্যবধানে, ১৯৯৮ সালে ১-১ ড্র ও ২০০৭ সালে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল প্রোটিয়ার। নিয়মিত অধিনায়ক ফাফ ডুপ্লেসিসের এক ম্যাচের নিষেধাজ্ঞায় শেষ টেস্টে দক্ষিণ আফ্রিকাকে নেতৃত্ব দেন ডিন এলগার। তিনি বলেন, ‘পাকিস্তানের মতো দলকে দ্বিতীয়বার তিন টেস্টের দীর্ঘ সিরিজে ‘হোয়াইটওয়াশ’ করা সত্যি গৌরবের। সবাই দারুণ খেলেছে। ডি কক আর অলিভিয়েরার পারফর্মেন্স আউটস্ট্যান্ডিং।’ মাত্র ৫ টেস্টের অভিজ্ঞতা নিয়ে এই সিরিজ শুরু করা অলিভিয়েরা ২৪ উইকেট নিয়ে অবধারিত সিরিজসেরা। ২৬ বছর বয়সী ডানহাতির পেসারের বোলিং ছিল দেখার মতো। দলে থাকা তুখোড় দুই তারকা স্টেইন আর রাবাদাকেও ম্লান করে দিয়েছেন তিনি। ‘অবশ্যই ভাল লাগছে। বেশি ভাল লাগছে দলের সাফল্যে সাহায্য করতে পেরে।’
×