ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অন্যত্র ৫ জনের মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় বরযাত্রী নিয়ে মাইক্রো খাদে নিহত পাঁচ

প্রকাশিত: ০৬:০৮, ১৬ জানুয়ারি ২০১৯

ব্রাহ্মণবাড়িয়ায় বরযাত্রী নিয়ে মাইক্রো খাদে নিহত পাঁচ

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্ন স্থানে পৃথক সড়ক দুর্ঘটনায় নয়জন নিহত হয়েছে। এছাড়া চট্টগ্রামে অন্য একজন আহত অবস্থায় হাসপাতালে মারা গেছে। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বীরপাশা এলাকায় সিলেটগামী একটি বরযাত্রীদের মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে ৫ জন নিহত ও পাঁচ জন আহত হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। এদিকে, ভোলায় এদিন পৃথক দুর্ঘটনায় দুই স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়। ঠাকুরগাঁওয়ে কোচের চাপায় এক বাইকচালক নিহত এবং এক আরোহী আহত হয়েছে। অন্যদিকে, বগুড়ায় ট্রাকচাপায় নিহত হয়েছে সাইকেল আরোহী। এছাড়া চট্টগ্রামের সীতাকু-ে আহত এক ব্যক্তি হাসপাতালে মারা গেছে। স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের। ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বীরপাশা এলাকায় সিলেটমুখী বরযাত্রীবাহী মাইক্রোবাস খাদে পড়ে ৫ জন নিহত হয়েছে। এ ঘটনায় অন্তত ৫ যাত্রী আহত হয়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার দুপুর ৩টায় এ দুর্ঘটনা ঘটে। ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে থানার পুলিশ জানায়, মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার পাশের গাছে ধাক্কা লাগে। এরপর খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসে থাকা ৫ যাত্রী নিহত হয়। মাইক্রোবাসটি রাজধানীর খিলগাঁও থেকে বরযাত্রী নিয়ে সিলেটে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিল। দুর্ঘটনায় মাইক্রোবাসে থাকা হবু বর আহত হয়েছে। হতাহতদের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকায় নেয়া হয়েছে। নিহতরা হলোÑ ঢাকার খিলগাঁও থানার দক্ষিণ গোড়ান এলাকার নুরুজ্জামানের ছেলে হাসান জামান (৩২), একই এলাকার অপু মিয়া (২৫), তার স্ত্রী মিসেস ঝুমুর (২২), রিজন সালেইন (২৮) ও পরশ (২৫)। এ ঘটনায় ৫ জন আহত হয়েছে। আহতরা হলো বর আশরাফুল ইসলাম (২৫) ও মুনতাসির (৩৫)। ভোলায় দুই স্কুলছাত্র নিহত ভোলা ॥ ভোলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে। মঙ্গলবার ভোলা সদর উপজেলার ইলিশা ফেরিঘাট এবং চরফ্যাশন উপজেলার কুতুবগঞ্জ বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই স্কুলছাত্র নিহত হয়। স্থানীয় অবিবাসীরা জানান, সকালে চট্টগ্রামে যাওয়ার পথে ভোলার ইলিশা ফেরিঘাটে যাত্রীবাহী বাস থেকে নামার সময় অপর একটি ট্রাকের ধাক্কায় তুহিন (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। তুহিনের বাড়ি তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর গ্রামে। তার পিতার নাম আব্দুল হক। ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ জানায়, নিহতের মৃতদেহ উদ্ধারের পর আইনী ব্যবস্থা নেয়া হচ্ছে। অপরদিকে চরফ্যাশন থানার জানায়, দুপুর ১২টার দিকে চরফ্যাশন উপজেলার কুতুবগঞ্জ এলাকার জসিমের ছেলে মামার বাড়ি যাওয়ার পথে নবম শ্রেণীর ছাত্র শাহিন (১৫) ট্রাক চাপায় নিহত হয়। মোটরসাইকেল চালক নিহত ঠাকুরগাঁও ॥ ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ঠাকুরগাঁও সদর উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের ছোট খোঁচাবাড়ি নামক স্থানে দ্রুতগামী একটি নৈশকোচের চাপায় দানেশ বর্মণ (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত ও শুবল রায় (৩৫) নামে একজন আহত হয়েছেন। নিহত দানেশ বর্মণ সদর উপজেলার ঢোলরহাট ইউনিয়নের সুরেন্দ্র নাথ বর্মণের ছেলে ও আহত শুবল রায় আঁকচা ইউনিয়নের বড়ধাম গ্রামের ধন গোপালের ছেলে। স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মফিদা রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার রাত নয়টার দিকে দুই ব্যক্তি মোটরসাইকেল যোগে দিনাজপুর থেকে ঠাকুরগাঁওয়ে আসছিলেন। এমন সময় ছোট খোঁচাবাড়ি নামক স্থানে আগেরদিন দুর্ঘটনায় বিআরটিসি বাসের ভাঙ্গা কাচেরগুঁড়োয় মোটরসাইকেল স্লিপ করে উল্টে যায়। এতে ঢাকাগামী একটি নৈশকোচ মোটরসাইকেল আরোহীর উপর দিয়ে চলে ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক নিহত এবং তার আরোহী আহত হয়। আহত ব্যক্তিকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাইকেল আরোহী নিহত বগুড়া ॥ মঙ্গলবার বগুড়া সদরের শিকারপুর এলাকায় ট্রাকের চাপায় আনছার আলী পাইকার (৫৬) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। পুলিশ জানায়, বেলা সাড়ে ১১টার দিকে আনছার আলী সাইকেল নিয়ে আসছিল। এ সময় স্থানীয় বিড়ি ফ্যাক্টরির সামনে মাটিবাহী একটি ট্রাক দ্রুতগতিতে যাওয়ার পথে তাকে চাপা দিলে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ বিষয়ে থানায় মামলা দায়ের হয়েছে। দুর্ঘটনায় আহত যাত্রীর মৃত্যু সীতাকু-, চট্টগ্রাম ॥ চট্টগ্রামের সীতাকু- সড়ক দুর্ঘটনায় আহত যাত্রী মোঃ মনির উদ্দিন (২৩) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। সোমবার রাতে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন বলে বিষয়টি নিশ্চিত করেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন। নিহত মনির উপজেলার ছলিমপুর কালুশাহনগর এলাকার মাওলানা ফৌজদারবাড়ি হামিদুর রহমানের পুত্র। গত রবিবার বিকেলে উপজেলার ছলিমপুর ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির সামনে ঢাকামুখী একটি ৪নং মিনিবাস ও একটি লেগুনা পরিবহন প্রতিযোগিতা করে চলতে গিয়ে সজোরে ধাক্কা দেয় লেগুনা পরিবহনকে। এতে লেগুনা পরিবহন দুমড়ে-মুচড়ে গিয়ে এক ছাত্রীসহ ৬ যাত্রী গুরুতর আহত হয়। আহতাবস্থায় তাৎক্ষণিক পুলিশ ফাঁড়ির লোকজন তাদের উদ্ধার করে চমেক হাসপাতালে প্রেরণ করেন। দুইদিন মৃত্যুর সঙ্গে লড়ে সোমবার গভীররাতে মৃত্যুবরণ করেন।
×