ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আরেকবার সব দলের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী ॥ এইচ টি ইমাম

প্রকাশিত: ০৫:৫৮, ১৬ জানুয়ারি ২০১৯

আরেকবার সব দলের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী ॥ এইচ টি ইমাম

বিশেষ প্রতিনিধি ॥ নতুন সরকারে পুনরায় পূর্ণমন্ত্রীর পদমর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা হিসেবে পুনর্নিয়োগ পাওয়া পাঁচ উপদেষ্টা মঙ্গলবার ধানম-ির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রদ্ধা নিবেদন শেষে তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে থেকে জাতির জনকের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। শ্রদ্ধা নিবেদন করা পাঁচ উপদেষ্টা হলেন- প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম, অর্থনৈতিক উপদেষ্টা ড. মশিউর রহমান, আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড.গওহর রিজভী, বিদ্যুত, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহী চৌধুরী ও নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব) তারিক আহমেদ সিদ্দিক। শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ টি ইমাম সাংবাদিকদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার সহায়তা চান, সে কারণেই তিনি আবার একটা সংলাপ করবেন। প্রধানমন্ত্রী সকলের প্রধানমন্ত্রী। কাজেই অন্যান্য দল, আমার মনে হয় নিশ্চয়ই মেনে নেবেন যে প্রধানমন্ত্রীকে সহায়তা তাদের করতে হবে। এ কারণে প্রধানমন্ত্রী আবার বলেছেন, উনি আরেকবার সব দলের সঙ্গে বসবেন। সেখানে সকল পার্টি যারা এর আগের সংলাপে অংশগ্রহণ করেছিলেন, তাদেরকেও উনি আমন্ত্রণ করেছেন। তবে বিএনপি পুনর্নির্বাচনের যে দাবি তুলেছে তাকে ‘অত্যন্ত অবাস্তব ও হাস্যকর’ বলে উড়িয়ে দেন এইচ টি ইমাম। তিনি বলেন, বিএনপির তরফ থেকে যেটি বলা হচ্ছে যে, নতুন নির্বাচন। এটি তো সম্ভব না। পাঁচ বছর পরেই পরবর্তী নির্বাচন হবে। তাই এখন মেনে নিয়ে ও বাস্তবতা মেনে নিয়ে সকলে যদি সহায়তা করেন, আমার দিক থেকে বলতে পারি, আমরা পাঁচজন উপদেষ্টা অথবা আমাদের মন্ত্রিপরিষদের সদস্য অথবা যারা সরকারের আছেন- আমরা সকলের সহায়তা চাইব। প্রধানমন্ত্রী বললে আমরা অন্যদের সঙ্গে (বিরোধী রাজনৈতিক দল) কথাও বলব- আপনারা আসুন, সহায়তা করুন। বাংলাদেশ তো সকলের, তাই আসুন সবাই মিলে দেশকে গড়ে তুলি।
×