ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাজে ফিরেছেন গার্মেন্টস শ্রমিকরা, পাবেন নতুন কাঠামোয় মজুরি

প্রকাশিত: ০৫:৫৬, ১৬ জানুয়ারি ২০১৯

কাজে ফিরেছেন গার্মেন্টস শ্রমিকরা, পাবেন নতুন কাঠামোয় মজুরি

অর্থনৈতিক রিপোর্টার ॥ সংশোধিত নতুন মজুরি কাঠামো বাস্তবায়নের কাজ শুরু হওয়ায় শান্তিপূর্ণভাবে কাজে ফিরেছে পোশাক শ্রমিকরা। মঙ্গলবার ঢাকাসহ আশপাশের এলাকাগুলোতে কোথাও কাজ বন্ধ রেখে শ্রমিকদের আন্দোলনের খবর পাওয়া যায়নি। এছাড়া মজুরি কাঠামো নিয়ে মেনে নিয়ে শ্রমিকরা কাজে যোগ দিয়েছে বলে জানিয়েছেন পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ সভাপতি মোঃ সিদ্দিকুর রহমান। শ্রম মন্ত্রণালয় ও বিজিএমইএ এবং সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয় ও অধিদফতর থেকেও এ ব্যাপারে খোঁজখবর রাখা হচ্ছে বলে জানা গেছে। বিজিএমইএ সভাপতি বলেন, প্রায় সব কারখানাতেই স্বতঃস্ফূতভাবে কাজ করছে শ্রমিকরা। উৎপাদন কাজ অব্যাহত থাকায় দু-একদিনের মধ্যে গার্মেন্টস পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে। তবে আন্দোলনের কারণে বন্ধ ঘোষণা করা করখানাগুলো কবে নাগাদ খুলে দেয়া হবে এ ব্যাপারে কিছু জানাতে পারেননি তিনি। রাজধানীর মিরপুর, উত্তরা, আজমপুর, আব্দুল্লাপুরের কোথাও শ্রমিকরা আন্দোলন করছে না বলে নিশ্চিত করেছেন শ্রমিক নেতা মোঃ সিরাজুল ইসলাম রনিও। তিনি বলেন, শুধু রাজধানী নয় সাভার, আশুলিয়া, গাজীপুরেরও সব কারখানার শ্রমিকরা সকাল থেকেই কাজ শুরু করেছে। এদিকে সরকার ঘোষিত নতুন মজুরি কাঠামোকে স্বাগত জানিয়ে গাজীপুরে পুরোদমে কর্মস্থলে ফিরেছে পোশাক কারখানার শ্রমিকরা। গত রবিবার রাতে শ্রমিকদের মজুরি কাঠামো সমন্বয় করার পরও সোমবার কিছু কিছু এলাকায় শ্রমিকরা কাজে যোগ না সড়কে অবস্থান নেয়ার চেষ্টা চালায়। কিন্তু মঙ্গলবার সকাল থেকে গাজীপুর এ সাভারের আশুলিয়ার প্রতিটি পোশাক কারখানায় সময় মতো কাজে যোগ দিতে দেখা গেছে শ্রমিকদের। গাজীপুর মহানগর ও জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা কিংবা কাজে যোগ না দেয়ার খবর পাওয়া যায়নি। এরপরও শিল্প এলাকাগুলোতে বিপুলসংখ্যক শিল্প পুলিশ, জিএমপি পুলিশ, জেলা পুলিশ মোতায়েন রয়েছে। শ্রমিকদের অনেকেই জানায়, শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। তারা আর কোন ধরনের হাঙ্গামা-ভাঙচুর আন্দোলন এসব কিছুই চান না। এদিকে আশুলিয়ায়ও মঙ্গলবার সকাল থেকে নিজ নিজ কর্মস্থলে কাজে যোগ দিয়েছে শ্রমিকরা। এখন পর্যন্ত শিল্পাঞ্চল এলাকায় কোন শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি। আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়াও যে কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করে রাখা হয়েছে। ঢাকা জেলা পুলিশ সুপার (এসপি) শাহ মিজান শাফিউর রহমান জানিয়েছেন সকাল থেকেই শ্রমিকরা নিজ নিজ কারখানায় কাজে যোগ দিয়েছে। এ পর্যন্ত কোন কারখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা নেই। এ ছাড়াও অসন্তোষের ঘটনায় যারা উস্কানি দিয়ে শ্রমিকদের সড়কে নামিয়ে দিয়েছেন তাদের পুলিশ চিহ্নিত করেছে। এছাড়াও এ ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আমাদের নিজস্ব সংবাদদাতা, সাভার থেকে জানান, ঢাকা জেলা পুলিশ সুপার শাহ্ মিজান শাফিউর রহমান বলেছেন, সম্প্রতি সৃষ্ট শ্রমিক আন্দোলনের নামে বিশৃঙ্খলা, আতঙ্ক সৃষ্টি, ভাংচুর ও উস্কানিদাতাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার সকালে আশুলিয়ার জামগড়া এলাকায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় জেলা ও থানা পুলিশের অন্য কর্মকর্তাসহ স্থানীয় পোশাক শ্রমিক নেতারা উপস্থিত ছিলেন। তিনি এ সময় আরও বলেন, সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলের তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সোমবার থেকেই কারখানায় যোগদান করেছে। তবে এসব অঞ্চলে এদিন সকাল থেকেই স্বতঃস্ফূর্তভাবে শতভাগ শ্রমিক কাজে যোগ দিয়েছে। তিনি সাভার, আশুলিয়া ও ধামরাই শিল্পাঞ্চলের শতভাগ শ্রমিক কাজে ফেরায় তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, সম্প্রতি সৃষ্ট আন্দোলনে যারা উস্কানি দিয়ে ভাংচুর ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছে, তাদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হব। একই সঙ্গে এসব ঘটনায় যারা জড়িত নয়, তারপরও মামলা জটিলতায় পড়েছে এবং কারখানা কর্তৃপক্ষ কর্তৃক ছাঁটাইয়ের আতঙ্ক থাকা সেসব শ্রমিকের পাশে পুলিশ রয়েছে।
×