ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিএসএমএমইউর অধ্যাপক এম এ জলিল চৌধুরীর বিদায়ী সংবর্ধনা

প্রকাশিত: ০৪:৪০, ১৬ জানুয়ারি ২০১৯

বিএসএমএমইউর অধ্যাপক এম এ জলিল চৌধুরীর বিদায়ী সংবর্ধনা

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের জ্যেষ্ঠ শিক্ষক ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অব সার্জন্সের অনারারি সেক্রেটারি অধ্যাপক ডাঃ এম এ জলিল চৌধুরীর অবসর উপলক্ষে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান ও একইসঙ্গে তার জন্মদিন অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার সকালে ডি-ব্লকে ইন্টারনাল মেডিসিন বিভাগের ক্লাসরুমে অনুষ্ঠিত ওই সংবর্ধনা ও জন্মদিনের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ডাঃ কনক কান্তি বড়ুয়া। ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ জিলন মিঞা সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদার, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ সাহানা আখতার রহমান, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মুহাম্মদ রফিকুল আলম, সাবেক উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সহিদুল্লাহ, মেডিসিন অনুষদের সাবেক ডিন অধ্যাপক ডাঃ এ বিএম আব্দুল্লাহ, ইন্টারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ মোঃ আব্দুর রহিম, এ্যান্ডোক্রাইনোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ ফরিদ উদ্দিন, রিউমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডাঃ মোঃ নজরুল ইসলাম প্রমুখ।
×