ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুদকের মামলা

কাস্টমস কর্মকর্তাকে সস্ত্রীক আদালতে আত্মসমর্পণের নির্দেশ

প্রকাশিত: ০৬:৪৫, ১৫ জানুয়ারি ২০১৯

কাস্টমস কর্মকর্তাকে সস্ত্রীক আদালতে আত্মসমর্পণের নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) করা মামলায় চট্টগ্রাম কাস্টমস হাউসের সাবেক এপ্রেইজার (বর্তমানে পরিবর্তিত পদ সহকারী রাজস্ব কর্মকর্তা) আমজাদ হোসেন হাজারী ও তার স্ত্রী হালিমা বেগম লিপিকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী চার সপ্তাহের মধ্যে তাদের চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ আদালতে উপস্থিত হয়ে আত্মসমর্পণের জন্য বলেছে আদালত। ডেপুটি এ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন। আসামিদের পক্ষে করা আগাম জামিন আবেদন খারিজ করে সোমবার হাইকোর্টের বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
×