ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাপানের মন্ত্রী তোশিমিতসু মোতেগি ঢাকায়

প্রকাশিত: ০৬:১২, ১৫ জানুয়ারি ২০১৯

জাপানের মন্ত্রী তোশিমিতসু মোতেগি ঢাকায়

জনকণ্ঠ ডেস্ক ॥ জাপানের অর্থনৈতিক পুনরুদ্ধার বিষয়ক মন্ত্রী তোশিমিতসু মোতেগি তিনদিনের সফরে ঢাকা এসেছেন। জাপানী মন্ত্রীর ঢাকা সফরকালে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বিষয়ে আলোচনা প্রাধান্য পাবে বলে আশা করা হচ্ছে। খবর ওয়েবসাইটের। সোমবার দুপুর দুইটায় ঢাকায় পৌঁছেছেন তোশিমিতসু মোতেগি। তিনি মঙ্গলবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করবেন। এছাড়া সিলেট সফর করবেন জাপানী মন্ত্রী। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, জাপানের মন্ত্রী সফরকালে দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বিনিয়োগ সহযোগিতা নিয়ে আলোচনা করবেন। তার ঢাকা সফরকালে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক হবে। জাপানের মন্ত্রী তোশিমিতসু মোতেগি অর্থনৈতিক পুনরুদ্ধার বিষয় ছাড়াও মানবসম্পদ উন্নয়ন, সামাজিক নিরাপত্তা ও অর্থ-রাজস্ব নীতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন।
×