ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভৈরবে পুলিশের চেকপোস্টের নামে যাত্রী হয়রানি

প্রকাশিত: ০৪:১৭, ১৫ জানুয়ারি ২০১৯

ভৈরবে পুলিশের চেকপোস্টের নামে যাত্রী হয়রানি

নিজস্ব সংবাদদাতা, ভৈরব, ১৪ জানুয়ারি ॥ ভৈরবে পুলিশ চেকপোস্টের নামে যাত্রী হয়রানির অভিযোগ উঠেছে। বাসযাত্রীর ব্যাগে গাঁজা দিয়ে যাত্রীদের মাদক বিক্রেতা বানিয়ে অর্থ আদায়ের চেষ্টা। হয়রানির শিকার যাত্রী সোমবার দুপুরে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছে। জানা গেছে, রবিবার বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর ভৈরব প্রান্তে ভৈরব থানা পুলিশ চেকপোস্ট বসিয়ে এ সড়কে চলাচলকৃত বাস থামিয়ে যাত্রীদের তল্লাশি করে। এরই মধ্যে সিলেট থেকে ছেড়ে আসা মিতালী পরিবহনের যাত্রীসহ বাসটি তল্লাশি করে পুলিশ। এ বাসে সরাইল থেকে উঠা দুই যাত্রীকে বাস থেকে নামিয়ে পুলিশের পিকআপ ভ্যানে তোলা হয়। এ সময় যাত্রী দুজন বলেন তারা নরসিংদীর বারৈচা এক পীরের বাড়ি যাচ্ছে। কিন্তু পুলিশ তাদের হাতে একটি ব্যাগ ধরিয়ে দিয়ে বলে এ ব্যাগে গাঁজা আছে। তোমরা মাদক বিক্রেতা। আটক যাত্রীরা বলেন, এ ব্যাগতো আমাদের না। পুলিশ মোটা অংকের অর্থ দাবি করলে আটক এক যাত্রী তার এলাকা সরাইলের সাবেক সংসদ সদস্যকে ঘটনাটি জানায়। পুলিশও সংসদ সদস্যের সঙ্গে কথা বলে তাদের ছেড়ে দেয়। পরে যাত্রী দুজন পুলিশের এ রকম আচরণের প্রতিকার চেয়ে স্থানীয় সাংবাদিক ও পৌরসভার মেয়রকে অবগত করেন। ঘটনার সঙ্গে জড়িত ভৈরব থানার এসআই অনোয়ার হোসেন জানান, ভুল বুঝাবুঝিতে বিচ্ছিন্ন ঘটনাটি ঘটে ছিল। পরে দুই যাত্রীকে সম্মানের সহিত গাড়িতে তুলে দেয়া হয়েছে। ভৈরব থানার ওসি মোখলেছুর রহমান কলেন, যদি যাত্রী হয়রানির ঘটনা ঘটে থাকে তবে ব্যবস্থা নেয়া হবে। সরাইল উপজেলা প্রেসক্লাকের সাধারণ সম্পাদক আবেদুর আর শাহীন জানান, পুলিশের হয়রানির প্রতিকার চেয়ে কিশোরগঞ্জ এসপির কাছে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। এ ব্যাপারে কিশোরগঞ্জ জেলা পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে মুঠোফোনে সংযোগ পাওয়া যায়নি। উল্লেখ্য, ঢাকাগামী যাত্রী পরিবহনের বাস ভৈরব থেকে ঢাকা যাওয়ার পথে ভৈরব সেতুর টোলপ্লাজার সামনে, নরসিংদীর রায়পুরা থানা পুলিশ নীলকুটি এলাকায় ও বেলাবো থানা পুলিশ মহাসড়কের যেকোন জায়গায় বাস থামিয়ে তল্লাশির নামে প্রতিদিন যাত্রীদের হয়রানি করলেও কোন প্রতিকার হচ্ছে না।
×