ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

খুলনার ময়ূর নদীসহ ২২ খালের দখল উচ্ছেদ

প্রকাশিত: ০৪:১৬, ১৫ জানুয়ারি ২০১৯

খুলনার ময়ূর নদীসহ ২২ খালের দখল উচ্ছেদ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা মহানগরীর ময়ূর নদীসহ সংযুক্ত ২২টি খালের সকল অবৈধ দখল অবিলম্বে উচ্ছেদ ও ও ড্রেনেজ ব্যবস্থা সংস্কারের দাবি জানিয়েছে বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটি। সোমবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবির বালু মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি করে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের মহসচিব শেখ আশরাফ উজ জামান। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শেখ আশরাফ উজ জামান বলেন, খুলনা সিটি কর্পোরেশনের বর্তমান মেয়রের নির্বাচনী ইশতেহারের প্রথম প্রতিশ্রুতি ছিল অগ্রাধিকার ভিত্তিতে খুলনার ময়ূর নদীসহ সংযুক্ত ২২টি খালের অবৈধ দখল উচ্ছেদ ও ড্রেনেজ ব্যবস্থার সংস্কারের মাধ্যমে জলাবদ্ধতা দূরীকরণসহ খুলনা মহানগরীকে পরিকল্পিত, পরিচ্ছন্ন ও আধুনিক নগরী হিসেবে গড়ে তুলবেন। আমরা অনতিবিলম্বে এর বাস্তবায়ন চাই। সংবাদ সম্মেলনে এ প্রসঙ্গে ৭ দফা দাবি উপস্থাপন করা হয় এবং দাবি আদায়ের লক্ষ্যে ২১ জানুয়ারি সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচী এবং পরে মেয়র বরাবর স্মারকলিপি প্রদান, ২২ জানুয়ারি জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান এবং ২৩ জানুয়ারি বিভাগীয় কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচী ঘোষণা করা হয়।
×