ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিসিএসআইআর দেশ ও মানুষের উন্নয়নে গবেষণা করবে ॥ ইয়াফেস ওসমান

প্রকাশিত: ০৪:৪০, ১৩ জানুয়ারি ২০১৯

বিসিএসআইআর দেশ ও মানুষের উন্নয়নে গবেষণা করবে ॥ ইয়াফেস ওসমান

শনিবার বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)-এ অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বলেন বিসিএসআইআর কে দেশ ও মানুষের উন্নয়নে গবেষণা করতে হবে। তিনি আরও বলেন, এ সরকার বিজ্ঞান ও প্রযুক্তিকে অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে নতুন নতুন আধুনিক গবেষণাগার প্রতিষ্ঠা করেছে। আমাদের অধিকাংশ গবেষণাগার বিশ^মানের। এখন শুধু প্রয়োজন বিজ্ঞানীদের মধ্যে দেশাত্মবোধ ও কাজের আগ্রহ সৃষ্টি করা। স্বপ্ন দেখতে হতে উন্নয়ন ও সমৃদ্ধি বাংলাদেশের। আমরা যা কিছু উদ্ভাবন করি তা দেশের মানুষের কল্যাণে পৌঁছে দিতে হবে। তিনি সকলকে জাতির পিতা বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও নির্দেশনায় নিরলসভাবে কাজ করার আহ্বান জানান। বিসিএসআইআর-এ একটি ভ্রাম্যমাণ গবেষণাগার প্রতিষ্ঠার কাজ অচিরেই শুরু হচ্ছে। ফলে দেশের স্কুল-কলেজ এবং বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থীসহ কৃষি এবং শিল্পে নিয়োজিত ব্যক্তিবর্গ এ গবেষণাগারে সুফল পাবে। পরিশেষে মন্ত্রী বিসিএসআইআর-এর জিনোম ল্যাবরেটরি পরিদর্শন করেন। এ সময় বিসিএসআইআর এর সদস্যবৃন্দ, সকল ইউনিটের পরিচালক এবং উর্ধতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি
×