ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইংলিশ তরুণদের জন্য বিপিএল ভাল মঞ্চ ॥ বেল

প্রকাশিত: ০৬:৫০, ১২ জানুয়ারি ২০১৯

 ইংলিশ তরুণদের জন্য বিপিএল ভাল মঞ্চ ॥  বেল

স্পোর্টস রিপোর্টার ॥ প্রথমবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) টি২০ খেলতে এসেছেন ইংল্যান্ডের টপঅর্ডার ইয়ান বেল। কিন্তু ঢাকা ডায়নামাইটসের হয়ে এখন পর্যন্ত মাঠে নামতে পারেননি তিনি। একমাত্র দল হিসেবে চলতি আসরে ঢাকা দুই ম্যাচেই জয় তুলে নিয়েছে সাকিব আল হাসানের নেতৃত্বে। সাকিবের মতো বিশ্বমানের আরও অনেক তারকা আছেন এবার বিপিএলে। আর এটি সব ক্রিকেটারের জন্যই দারুণ অভিজ্ঞতা। বেল তাই খেলার সুযোগ না পেলেও উপভোগ করছেন বিপিএল। তিনি মনে করেন ইংল্যান্ডের তরুণ উদীয়মান ক্রিকেটারদের ভাল ক্রিকেটার হয়ে ওঠার জন্য বিপিএল দারুণ এক মঞ্চ। উপমহাদেশের উইকেটে বাইরের সব দেশই খেলতে আসলে বেশ সংগ্রামের মুখে পড়ে। তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) ও বিপিএলের মতো আসরগুলোয় খেলার মাধ্যমে এখানকার পরিবেশ-পরিস্থিতির সঙ্গে পরিচিতিটা বাড়ে। তাই বেল বললেন, ‘আমার মনে হয় ইংলিশ ক্রিকেটের দৃষ্টিকোণে দারুণ ব্যাপার যে ছেলেগুলো এই কন্ডিশনে খেলতে আসতে পেরেছে। দেশে আমরা অনেক বেশি মনোযোগ দেই সাদা বলের ক্রিকেটে। যতটা আমরা ইংল্যান্ডের মাটি থেকে বাইরে এসে খেলতে পারব ততই পরিচিত হয়ে উঠতে পারব। ভিন্ন ভিন্ন কন্ডিশনে এমন চ্যালেঞ্জ মোকাবেলা করাটা দারুণ ব্যাপার এবং এই প্রতিযোগিতাটি তেমন কিছু করার মঞ্চ। বিশেষ করে আমি বলব যে ইংল্যান্ড থেকে যে তরুণরা এখানে এসেছে তাদের জন্য খুবই ভাল অভিজ্ঞতা হবে। এখানে সাকিবের মতো বিশ্বসেরা অনেক তারকাই আছেন যাদের সঙ্গে থেকে এই কন্ডিশনে কিভাবে খেলতে হবে সেটা তারা শিখতে পারবে এবং এভাবেই তারা ভাল ক্রিকেটার হয়ে উঠবে।’ বেল এখন পর্যন্ত তার দল ঢাকার হয়ে মাঠে নামতে পারেননি। দর্শক হয়েই দেখেছেন দলের জয়। এ বিষয়ে তিনি বলেন, ‘আমি বাংলাদেশে সময়টা সত্যিই বেশ উপভোগ করছি। আশা করছি আমিও একটা খেলা পাব। আমরা খুবই সৌভাগ্যবান যে দলে কিছু বিশ্বমানের খেলোয়াড় পেয়েছি। আর তারা সবাই ভালও খেলছে। যদি সুযোগ পাই সেটা ভাল, আর যদি না পাই সেক্ষেত্রে অনুশীলন করেও অনেক কিছু শেখার সুযোগ আছে যেহেতু খুব ভাল সুযোগ-সুবিধা আছে।’ বিপিএলের সঙ্গে এখন আইপিএল ও বিগব্যাশ টি২০ লীগের তুলনা করা হয়। প্রচার এবং আকর্ষণের ক্ষেত্রে পিছিয়ে থাকলেও খেলোয়াড় টানার দিক থেকে অন্য দুইটি আসর থেকে কোন অংশেই কম নয় বিপিএল। এবার তো তারকা ক্রিকেটার নেয়ার ক্ষেত্রে বিগব্যাশের চেয়েও এগিয়ে গেছে বিপিএল। এ বিষয়ে বেল বলেন, ‘আমি প্রচুর টেস্ট ম্যাচ খেলেছি এবং এ ধরনের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে তেমন খেলার সুযোগ হয়নি। সে কারণে এটিকে আমি দারুণ এক অভিজ্ঞতা মনে করছি। আর আমি যদি কোচিংয়ে যাই সেক্ষেত্রে ভাল ভাল খেলোয়াড়দের বুঝে সম্যক জ্ঞান নিতে পারছি এখান থেকে। সাকিবের মতো খেলোড়দের বিপক্ষে আমি তেমন খেলিনি, এখানে তাদের খেলতে দেখছি, অনুশীলন করছি এটাই অনেক বড় ব্যাপার। এছাড়া পোলার্ড, রাসেল ও নারাইনদের মতো তারকাদের সঙ্গেও কথা হচ্ছে। তাই আমার কাছে এটা শুধুই শিক্ষাকেন্দ্র এবং আন্তর্জাতিক ক্যারিয়ারে যেমন পরিবেশে আমি অভ্যস্ত সেটার সঙ্গে এটার এখানেই ভিন্নতা।’
×