ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কক্সবাজারে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ২ মাদক বিক্রেতা নিহত

প্রকাশিত: ০৩:৩৬, ১১ জানুয়ারি ২০১৯

 কক্সবাজারে পুলিশের  সঙ্গে বন্দুকযুদ্ধে  ২ মাদক বিক্রেতা  নিহত

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই মাদক বিক্রেতা নিহত হয়েছে। ওই সময় আহত হয়েছে এসআই ও এএসআইসহ পুলিশের তিন সদস্য। বৃহস্পতিবার ভোর রাতে টেকনাফের সাবরাং খুরের মুখ এলাকায় এ ঘটনা ঘটে। জানা যায়, বৃহস্পতিবার মধ্যরাতে টেকনাফ থানার একদল পুলিশ সাবরাং খুরের মুখ এলাকায় অস্ত্র উদ্ধারে যায়। ওইসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ইয়াবা বিক্রেতারা। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে ইয়াবা কারবারিরা পিছু হটলে পুলিশ ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৫টি দেশীয় অস্ত্র, ২২ রাউন্ড কার্তুজ ও ২২ হাজার ইয়াবাসহ দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে। পরে টেকনাফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। জানা যায়, নিহত মাদকবিক্রেতা আব্দুর রশিদ প্রকাশ ডাইল্যা (৪৭) সাবরাং কচুবনিয়ার ইমাম শরীফের পুত্র ও আবুল কালাম (৩৫) একই ইউনিয়নের কাটাবনিয়া এলাকার আব্দুর রহমানের পুত্র। টেকনাফ থানার ওসি জানান, নিহতরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা বিক্রেতা। এদের মধ্যে আবুল কালামের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদক, মানব পাচারসহ ১০টি এবং আব্দুর রশিদের বিরুদ্ধে ৬টি মামলা রয়েছে।
×