ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ০৬:৫৬, ১০ জানুয়ারি ২০১৯

টুকরো খবর

খাতা জালিয়াতি ॥ শিক্ষক আটক নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৯ জানুয়ারি ॥ বাংলাদেশ কারিগরি বোর্ডের পরীক্ষার খাতা জালিয়াতির অভিযোগে মাহামুদুন্নবী মিলন নামে নাটোরের একটি বেসরকারী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের এক শিক্ষককে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে শহরের বলারিপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মাহামুদুন্নবী মিলন একই এলাকার মৃত তছলিম উদ্দিনের ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মতুর্জা জানান, ভ্রাম্যমাণ আদালত শহরের বলারিপাড়া এলাকায় চাকরিচ্যুত কারিগরি শিক্ষক মাহামুদুন্নবী মিলনের বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই বাড়ি থেকে কারিগরি শিক্ষা বোর্ডের ৩৭০টি পরীক্ষার খাতা জব্দ করাসহ শিক্ষক মিলনকে আটক করা হয়। সুবর্ণচরে ধর্ষণের বিচার দাবি স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ সুবর্ণচরে ধর্ষণে অভিযুক্তদের দ্রুতবিচার ট্রাইব্যুনালের আওতায় বিচারের দাবিতে বুধবার দুপুরে খুলনা মহানগরীর পিকচার প্যালেস মোড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জনউদ্যোগ, সেফ ও হিন্দু সম্পত্তিতে নারীর অধিকার বাস্তবায়ন কমিটির উদ্যোগে এই কর্মসূচী পালন করা হয়। নারী নেত্রী এ্যাডভোকেট শামীমা সুলতানা শীলুর সভাপতিত্বে মোমিনুল ইসলামের পরিচলনায় বক্তব্য রাখেন সেফের আসাদুজ্জামান, জনউদ্যোগ, খুলনার সদস্য সচিব মহেন্দ্র নাথ সেন, শাহিন জামান পন প্রমুখ। ডিমলায় পাথর উত্তোলন বন্ধের দাবি স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ তিস্তা নদীবিধৌত নীলফামারীর ডিমলা উপজেলায় অবৈধভাবে বোমা মেশিন (ড্রেজার) দিয়ে অবাধে পাথর উত্তোলনে পরিবেশ বিপর্যয়ের প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকাবাসী। বুধবার বিকেলে অবৈধ পাথর উত্তোলন বন্ধের দাবিতে ডিমলা সদরের সুটিবাড়ি মোড়ের প্রধান সড়কে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করা হয়। স্বাস্থ্যসেবায় ভ্রাম্যমাণ ক্লিনিক স্টাফ রিপোর্টার, পঞ্চগড় ॥ প্রত্যন্ত ও অনগ্রসর এলাকার সাধারণ মানুষের দোর গোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার জন্য জেলা প্রশাসন নিয়েছে এক ব্যতিক্রমী উদ্যোগ। ভ্রাম্যমাণ স্বাস্থ্যসেবা ক্লিনিকের মাধ্যমে জেলার বিভিন্ন এলাকায় সপ্তাহে একদিন করে চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে। জেলা প্রশাসনকে সহযোগিতা করছে জেলা স্বাস্থ্য বিভাগ। জেলার পাঁচ উপজেলার ৭টি স্থানে ভ্রাম্যমাণ ক্লিনিক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সদর উপজেলার বিলুপ্ত গাড়াতি ছিটমহল এলাকায় এই কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন। স্ত্রীর লাশ রেখে স্বামীর পলায়ন ! স্টাফ রিপোর্টার, সিলেট অফিস ॥ হাসপাতালে অন্তঃসত্ত্বা গৃহবধূর লাশ ফেলে পালিয়ে গেলেন স্বামী। বুধবার সকালে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে এ ঘটনা ঘটে। গৃহবধূ চম্পা রানী মালাকার সিলেটের দক্ষিণ সুরমার সদরখলা গ্রামের মৃত বিমল মালাকারের মেয়ে ও সিলেট সদর উপজেলার জালালাবাদ থানার রাজারগাঁও হাটখোলা গ্রামের নকুল সূত্রধরের স্ত্রী। জানা যায় প্রায় ৯ মাস পূর্বে রাজারগাঁও হাটখোলা গ্রামের মৃত রবীন্দ্র সূত্রধরের ছেলে নকুল সূত্রধরের সঙ্গে চম্পার বিয়ে হয়। এরপর থেকে নকুল যৌতুকের জন্য চম্পাকে নির্যাতন করে আসছিল। চম্পার ভাই উজ্জ্বল মালাকার জানান, বুধবার ভোর ৪টার দিকে ফোন করে তাদের জানানো হয় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে চম্পা ওসমানী হাসপাতালে মারা গেছে। খবর পেয়ে সকালে গিয়ে তারা চম্পার লাশ ওসমানী হাসপাতালের হিম ঘরে দেখতে পান।
×