ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দুই ভাইয়ের দাপটে অতিষ্ঠ এলাকাবাসী

প্রকাশিত: ০৬:৫০, ১০ জানুয়ারি ২০১৯

দুই ভাইয়ের দাপটে অতিষ্ঠ এলাকাবাসী

নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৯ জানুয়ারি ॥ সদর উপজেলা বড়গাঁও ইউনিয়নের চৌরঙ্গী চৌধুরীহাট এলাকায় মাহাবুব নামে এক আওয়ামী লীগ কর্মীর দাপটে অতিষ্ঠ এলাকাবাসী। দিনদুপুরে রাস্তার পাশে সরকারী গাছ কর্তন, সাধারণ মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে মাহাবুব ও তার কর্মীবাহিনী, এমনই অভিযোগ ভুক্তভোগী এলাকাবাসীর। বুধবার দুপুরে সরেজমিনে বড়গাঁও চৌধুরীহাট গিয়ে দেখা যায়, পোস্ট অফিসের সামনে দুটি সরকারী গাছ কর্তন করা হয়েছে। গাছ কর্তনের বিষয়ে হাটের কয়েকজনকে জিজ্ঞাসা করলে নীরবতা পালন করেন তারা। তাদের চোখেমুখে আতঙ্কের ছাপ। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক দোকানদার দূর থেকে বলেন, ভাই, এলাকার কেউ গাছ কর্তনকারীর নাম বলবে না। ওই ব্যক্তির কথা শুনে কাছে গিয়ে কিছুক্ষণ আলাপ-আলোচনার পর উঠে আসে প্রভাবশালী মাহাবুব নামে আওয়ামী লীগের কর্মীর নাম। দোকানদার বলেন, নির্বাচনের আগে থেকেই মাহাবুব ও তার ছোট ভাই ছাত্রলীগের বড় নেতা দাবিদার আসাদুজ্জামান রনি সরকারদলীয় নেতা বলে ক্ষমতার অপব্যবহার করে এলাকায় ত্রাসের রাজত্ব গড়ে তুলেছে। তারাই গত সোমবার সকলের উপস্থিতিতে পোস্ট অফিসের সামনের গাছ দুটো কেটেছে। কিছুদিন আগে তাদের লোকজন এই বাজারের প্রতিটি দোকানে ভাংচুর ও তা-ব চালিয়েছে বলে অভিযোগ করেন। সিরাজুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধ জানান, পুলিশও ভয়ে আওয়ামী লীগের কর্মী মাহাবুব ও তার ছোট ভাই রনির কথায় চলে। আপনাদের লেখালেখিতে তাদের কিছুই হবে না। ক্ষমতা তো এখন তাদের হাতে। এলাকার চেয়ারম্যানকে অভিযোগ করলেও কোন লাভ নেই। বড়গাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাত সিং জানান, নির্বাচনের আগে থেকে ইউনিয়ন আওয়ামী লীগের দাপটে অসহায় চৗধুরীহাটের সাধারণ মানুষ। তিনি অভিযোগ করে বলেন, নির্বাচনের আগের দিন দুর্বৃত্তরা আওয়ামী লীগের কর্মীদের কয়েকটি মোটরসাইকেল পুড়িয়ে দেয়। গাড়ি পোড়ানো মামলার আসামি করা হয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষকে। আওয়ামী লীগের মাহাবুব ও ছাত্রলীগের নেতা রনি এলাকায় সরকারী গাছসহ নানা রকম অপকর্ম করে বেড়াচ্ছে। অভিযুক্ত আওয়ামী লীগের নেতা মাহাবুবের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। মাহাবুবের ছোট ভাই ছাত্রলীগের নেতা আসাদুজ্জামান রনি মুঠোফোনে জানান, কর্তনকৃত গাছগুলো সরকারী নয়, এলো ক্লাবের সামনে ছিল তাই কাটা হয়েছে। এলাকায় কোন মানুষকে ভয় দেখানো বা দলীয় ক্ষমতার অপব্যবহার করা হয় না বলেও জানান তিনি। এ সময় গাছ কাটার বিষয় নিয়ে নিউজ না করারও অনুরোধ করেন তিনি। জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক জানান, ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে কোন নেতাকর্মী যদি ক্ষমতার অপব্যবহার করে সংগঠনের নাম ব্যবহার করে তাহলে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।
×