ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পীরগঞ্জে উপজেলা নির্বাচনে ছয় প্রার্থীর আগাম গণসংযোগ

প্রকাশিত: ০৬:৪৯, ১০ জানুয়ারি ২০১৯

পীরগঞ্জে উপজেলা নির্বাচনে ছয় প্রার্থীর আগাম গণসংযোগ

সংবাদদাতা, পীরগঞ্জ, ঠাকুরগাঁও, ৯ জানুয়ারি ॥ উপজেলা নির্বাচন উপলক্ষে পীরগঞ্জে আওয়ামী লীগ, জাপা ও ওয়ার্কার্স পার্টির ৬ প্রার্থী আগাম গণসংযোগ শুরু করেছে। আসন্ন উপজেলা নির্বাচন উপলক্ষে বিএনপি নীরব রয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ সৈনিক, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রেজওয়ানুল হক বিপ্লবসহ ৬ প্রার্থী এলাকায় আগাম গণসংযোগ শুরু করেছে। গত ৪ বছর ধরে রেজওয়ানুল হক বিপ্লব উপজেলা চেয়ারম্যান প্রার্থী হওয়ার জন্য বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করে ভোটার ও নানা শ্রেণীপেশার মানুষের মন জয় করেছেন। প্রশাসন, ব্যবসায়ী, রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ জনগণের কাছে তার পরিচিতি ও জনপ্রিয়তা রয়েছে। তিনি দলীয় ও নৌকা প্রতীক নিয়ে এ উপজেলায় নির্বাচন করার লক্ষে মাঠ সাজিয়ে রেখেছেন। পোস্টার, ফেস্টুন ও লিফলেটের মাধ্যমে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভার আনাচে কানাচে নির্বাচনী প্রচার চালিয়ে যাচ্ছেন। নৌকা প্রতীক নিয়ে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের কাছে দোয়া নিয়ে নির্বাচনী মাঠে কাজ করছেন। নৌকা প্রতীক পাওয়ার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতা, কর্মী ও কেন্দ্রীয় নেতাদের কাছে যোগাযোগ করছেন। বুধবার সকালে তিনি পালিগাঁও, তাজপুর, বোর্ডহাট, বেলদহি, ফকিরগঞ্জ গ্রামে গণসংযোগ করেছেন। এছাড়া এ উপজেলায় আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি ইকরামুল হক, সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম, উপজেলা জাপার সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ ইসাহাক আলী, সম্পাদক ফয়জুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক ফয়জুল গণসংযোগ করছেন।
×