ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নওগাঁয় ডাকাতের ছুরিকাঘাতে নিহত ১

প্রকাশিত: ০৬:৪৪, ৯ জানুয়ারি ২০১৯

নওগাঁয় ডাকাতের ছুরিকাঘাতে নিহত ১

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ, ৮ জানুয়ারি ॥ সোমবার গভীর রাতে রানীনগরের দুটি গ্রামে একই রাতে দুই বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতের ছুরিকাঘাতে একজন নিহত ও ৫ জন আহত হয়েছে। ডাকাতরা নগদ ১৫ লাখ টাকাসহ ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। জানা গেছে, সোমবার রাত আড়াইটার দিকে রানীনগর উপজেলার আমগ্রামে আলহাজ মজিবর রহমানের বাড়িতে ৩০-৩৫ জনের একদল ডাকাত বাড়ির দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। গ্রামবাসী বিষয়টি জানার পর ডাকাতদের প্রতিবন্ধকতা সৃষ্টি করলে ডাকাতরা বাড়িওয়ালার ভাগ্নে মোফাজ্জল হোসেনকে (৫৫) ছুরিকাঘাত করে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরো ৫ জন আহত হয়েছে। এ সময় ওই বাড়ি থেকে ১৪ লাখ টাকাসহ ৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায় ডাকাতরা। এর কিছু পরে পাশের সিলমাদার গ্রামের ময়নুল ইসলামের বাড়িতে ডাকাতরা গিয়ে বাড়ির মালিককে ডেকে তুলে বেঁধে মারপিট করে। এরপর বাড়ির সবাইকে বেঁধে ১ লাখ টাকা লুট করে নিয়ে যায় ডাকাত দল। এ নিয়ে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমতলীতে ডিবি পরিচয়ে ডাকাতি নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ৮ জানুয়ারি ॥ আমতলী উপজেলার আমড়াগাছিয়া গ্রামের হোসেন নয়াদা বাড়িতে সোমবার রাতে ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি হয়েছে। ডাকাত দল ওই বাড়ির লোকজনকে মারধর করে ১০ হাজার টাকা নিয়ে গেছে। জানা গেছে, উপজেলার আমড়াগাছিয়া গ্রামের মৃত্যু হোসেন নয়াদার মেয়ে মিনারা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জে বসবাস করে আসছে। গত শুক্রবার মিনারার দেবর আজমতকে নিয়ে বাবা হোসেন নয়াদার বাড়িতে বেড়াতে যায়। সোমবার রাত সাড়ে ১২টার দিকে ৭-৮ জনের একটি ডাকাত দল ডিবি পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বলে। দরজা খুলে দিলে মুখম-লে মাফলায় জড়ানো ৩-৪ জন লোক ঘরে প্রবেশ করে মিনারার দেবর আজমতকে ধরে নিয়ে যায়। এতে বাধা দিলে মিনারা এবং তার দেবরকে মারধর করে। পরে ঘরে থাকা ১০ হাজার টাকা ডাকাত দল নিয়ে যায়। খবর পেয়ে মঙ্গলবার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
×