ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কুয়েটের কর্মকর্তা কর্মচারীদের লাঞ্ছনার প্রতিবাদ

প্রকাশিত: ০৫:২১, ৮ জানুয়ারি ২০১৯

কুয়েটের কর্মকর্তা কর্মচারীদের লাঞ্ছনার প্রতিবাদ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) অভ্যন্তরে বহিরাগত একজন ইউপি সদস্য কর্তৃক কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের লাঞ্ছিত করার অভিযোগে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অফিসার্স এ্যাসোসিয়েশনের উদ্যোগে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ‘দুর্বার বাংলা’ চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। মানববন্ধন ও প্রতিবাদ সভা শেষে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী সাজ্জাদ হোসেনের কাছে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করা হয়। এ ছাড়া রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা কর্মকর্তা মোঃ সাদেক হোসেন প্রামাণিক খানজাহান আলী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। জিডিতে উল্লেখ করা হয়, ৬ জানুয়ারি সকাল ১০টায় স্থানীয় যোগীপোল ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ আরিফ হোসেন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে সরকারী পুকুরে মাছ ধরতে না দেয়া, কুয়েটের পকেট গেটের সরকারী জায়গায় দোকান বসাতে না দেয়া এবং তার কথামত প্রকৌশল শাখার সরকারী যাবতীয় কাজ বণ্টন না করার বিষয়ে কুয়েটে কর্মরত নির্বাহী প্রকৌশলী মোঃ আসলাম পারভেজের কাছে কৈফিয়ত চান। মানববন্ধন সমাবেশে সভাপতিত্ব করেন কুয়েট অফিসার্স এ্যাসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী মোঃ আনিছুর রহমান ভুঞা। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ড. মোঃ জুলফিকার হোসেন, খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, কুয়েটের নির্বাহী প্রকৌশলী (তড়িৎ) হুসাইন মুহাম্মদ এরশাদ প্রমুখ।
×