ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পঞ্চগড়ে একযুগ পর মন্ত্রী পাওয়ায় আনন্দ মিছিল

প্রকাশিত: ০৫:২০, ৮ জানুয়ারি ২০১৯

পঞ্চগড়ে একযুগ পর মন্ত্রী পাওয়ায় আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টর, পঞ্চগড় ॥ একযুক পর মন্ত্রী পেল পঞ্চগড়বাসী। পঞ্চগড়ে মন্ত্রীর আশায় এবার নৌকার প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করেছে জেলার দুটি আসনের মানুষ। দীর্ঘদিন পর পঞ্চগড়ের গণমানুষের আশা পূরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পঞ্চগড়-২ আসন থেকে টানা তৃতীয়বার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত জেলা আওয়ামী লীগের সভাপতি গণমানুষের নেতা এ্যাডভোকেট নুরুল ইসলাম সুজনকে সরকারের গুরুত্বপূর্ণ রেলপথ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রী করা হয়েছে। নুরুল ইসলাম সুজন মন্ত্রী পদে শপথ নেয়ায় উচ্ছ্বাসে ফেটে পড়েছে গোটা জেলার সাধারণ মানুষ। মন্ত্রীর নিজ নির্বাচনী এলাকা বোদা-দেবীগঞ্জ উপজেলা ছাড়াও জেলার সর্বত্রই আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ চলছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার সাদত সম্রাটের নেতৃত্বে রবিবার সন্ধ্যার পর পঞ্চগড় শহরে আনন্দ মিছিল বের করা হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ থেকেই মহাজোট ক্ষমতায় এলে মন্ত্রীশুন্য পঞ্চগড় থেকে মন্ত্রী করতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে আকুল দাবি জানিয়েছে পঞ্চগড়বাসী। আর যে কারণে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুটি আসনেই নৌকার প্রার্থীকে বিপুল ভোটে নির্বাচিত করা হয়। খুলনায় বৃদ্ধের হাত-পায়ের রগ কর্তন স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ সাদ্দাম হোসেন নামে এক বৃদ্ধের হাতের কব্জি ও পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার সকালে রূপসা উপজেলার জাবুসা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের ধারণা, জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে এ ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। স্থানীয়রা জানান, সোমবার সকালে রূপসা ব্রিজ এলাকা থেকে কয়েকজন লোক সাদ্দাম হোসেনকে ডেকে নিয়ে নিকটবর্তী জাবুসা গ্রামে যায়। সেখানে তার দুই হাতের কব্জি ও পায়ের রগ কেটে মারাত্মক জখম অবস্থায় ফেলে রেখে তারা চলে যায়। ২০১২ সালেও তাকে কুপিয়ে আহত করা হয়েছিল। এ নিয়ে মামলা মোকদ্দমাও করা হয়।
×