ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

কুকুরছানার আর্তনাদ ॥ দমকল বাহিনী হাজির

প্রকাশিত: ০৫:১৯, ৮ জানুয়ারি ২০১৯

কুকুরছানার আর্তনাদ ॥ দমকল বাহিনী হাজির

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ একটি মা কুকুর নীলফামারীর সৈয়দপুর থানা চত্বরের পেছনে দুদিন ধরে আর্তনাদ করে চলছিল। কেউ ঠিকমত বুঝতে পারছিল না এ কিসের চিৎকার, কাতরের আর্তনাদ। অনেকে মা কুকুর ও তার সাথীদের তাড়িয়েও দিচ্ছিল। কিন্তু বার বার মা কুকুরটি ছুটে আসছিল ওই একই স্থানে। চলছেই তার আর্তনাদ। থানা চত্বরসহ তার পার্শ¦বর্তী আবাসিক এলাকার পরিবারগুলো পর্যন্ত বিরক্ত মা কুকুরের চিৎকার-চেঁচামেচিতে। অবশেষে বিষয়টি তদন্ত করতে নিজেই নেমে পড়ে সৈয়দপুর থানার ওসি শাহজাহান পাশা। তারই তদন্তে অবশেষে বেরিয়ে এলো থানার পাশে একটি পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কের কাছেই মা কুকুর ও বেশ কিছু সাথী কুকুর কাঁদছে। এর পর তিনি ধীরে ধীরে ওই সেপটিক ট্যাঙ্কের পাশে গিয়ে দেখতে পান ঢাকনাবিহীন পরিত্যক্ত সেপটিক ট্যাঙ্কের ভেতর তিনটি কুকুরছানা পড়ে চিৎকার করছে। এজন্য ছানাগুলোর মা ও সাথীরা বাইরে চিৎকার করে কাঁদছে। সঙ্গে সঙ্গে তিনি নিজে কয়েক পুলিশ সদস্যকে ডেকে নিয়ে ছানাগুলোকে উদ্ধার করার চেষ্টা চালিয়ে খবর দেয় সৈয়দপুর দমকল বাহিনীকে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত ওই সেপটিক ট্যাঙ্কে নেমে একে একে তিনটি কুকুরছানা উদ্ধার করে। এ সময় মা কুকুরের সঙ্গে ছানাগুলোর এক মিলনমেলায় পরিণত হয়।
×