ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কলেজছাত্রী ধর্ষণ ও হত্যা মামলা ॥ প্রেমিকের মৃত্যুদণ্ড

প্রকাশিত: ০৫:১০, ৮ জানুয়ারি ২০১৯

কলেজছাত্রী ধর্ষণ ও হত্যা মামলা ॥ প্রেমিকের মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৭ জানুয়ারি ॥ হবিগঞ্জে কলেজছাত্রী তন্বী রায়কে ধর্ষণ ও গলা টিপে হত্যার দায়ে ধর্ষক রানু রায়কে মৃত্যুদ-ে দ-িত করেছে আদালত। সোমবার দুপুরে দ্রুত বিচার ট্রাইব্যুনাল-২ সিলেটের বিচারক রেজাউল করিম এই রায় প্রদান করেন। ২০১৬ সালের ১৭ সেপ্টেম্বর দুপুরে কলেজছাত্রী তন্বী হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা শহরের ইউকে আইসিটি ট্রেনিং সেন্টারে যাবার কথা বলে নিজ বাসা থেকে বের হলেও সে আর ফেরেনি। ফলে মেয়ে নিখোঁজ উল্লেখপূর্বক বাবা বিমল রায় নবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এই ডায়েরির তিন দিনের মাথায় স্থানীয় বরাক নদী শাখা থেকে তন্বীর গলিত বস্তাবন্দী মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে পুলিশ তন্বীর প্রেমিক রানু রায়কে ধরতে বাড়িসহ অন্যান্য স্থানে ব্যাপক অভিযান চালায়। কিন্তু তাতে পুলিশ ব্যর্থ হলে এই মামলাটি ডিবিতে হস্তান্তর করা হয়। এমতাবস্থায় তন্বী হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধনসহ আন্দোলনের সূত্রপাত ঘটায় স্থানীয় শিক্ষার্থী ও ক্ষুব্ধ জনগণ। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে ২০ দিনের মাথায় পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া জেলা বাসস্ট্যান্ড থেকে রানুকে গ্রেফতার করে ডিবি পুলিশ। পরবর্তীতে ৮ অক্টোবর হবিগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিশাত সুলতানার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দী প্রদান করেন রানু। এতে সে তন্বীকে ধর্ষণের পর হত্যার বিশদ বর্ণনা দেয়। আলোচিত এই হত্যাকা-ের এক বছর ৭ মাস পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এক প্রজ্ঞাপনের মাধ্যমে সংশ্লিষ্ট মামলাটি হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত থেকে সিলেটের ট্রাইব্যুনালে হস্তান্তর করা হয়। এতে অন্তত ২০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে রায় প্রদান করেন বিচারক। এদিকে তন্বীর বাবা বিমল রায় ঘোষিত রায় অবিলম্বে কার্যকর করে সন্তান হারানোর কষ্ট একটু হলেও লাঘবের জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন।
×