ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভিকারুননিসায় নতুন অধ্যক্ষ নিয়োগের উদ্যোগ অবৈধ ঘোষণা

প্রকাশিত: ০৫:০৮, ৮ জানুয়ারি ২০১৯

ভিকারুননিসায় নতুন অধ্যক্ষ নিয়োগের উদ্যোগ অবৈধ ঘোষণা

স্টাফ রিপোর্টার ॥ আদেশ অমান্য করে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজে নতুন অধ্যক্ষ নিয়োগের উদ্যোগকে অবৈধ ঘোষণা করেছে সরকার। শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা থাকার পরও রাতারাতি প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অধ্যক্ষ নিয়োগের প্রক্রিয়ার মধ্যেই উদ্যোগকে অবৈধ বলে চিঠি দিয়েছে শিক্ষা অধিদফতর (মাউশি)। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড বলেছে, সরকারী আদেশ অনুসারে এখন অধ্যক্ষ, উপাধ্যক্ষ নিয়োগ বন্ধ। শিক্ষা বোর্ডের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ভিকারুননিসা নূনের ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অব্যাহতি দেয়াও অবৈধ। মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড ও অধিদফতরের নতুন আদেশের ফলে নামী এ প্রতিষ্ঠানটিতে অধ্যক্ষ নিয়োগ নিয়ে চলা জটিলতার অবসান হবে বলে আশা করছেন শিক্ষক ও অভিভাবকরা। জানা গেছে, সরকারী আদেশে সব প্রতিষ্ঠানে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ এই মুহূর্তে বন্ধ থাকার মধ্যেই গত ৯ ডিসেম্বর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজ কর্তৃপক্ষ। গত ১ জানুয়ারি আবেদন কার্যক্রম শেষ হয়। নিয়োগপ্রত্যাশী ১৬ প্রার্থীর আবেদন জমা পড়েছে। তার মধ্যে এই প্রতিষ্ঠানে কর্মরত ছয় জন ও বাইরে থেকে ১০ জন প্রার্থী আবেদন করেছেন। এমনকি ছাত্রী আত্মহত্যার ঘটনায় আন্দোলনের প্রেক্ষাপটে সম্প্রতি শিক্ষা বোর্ড জ্যেষ্ঠ শিক্ষক হিসেবে যাকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিয়োগ করেছেন তাকেও অব্যাহতি দেয়া হয়েছে। সরকারী আদেশের পরও এ ধরনের নিয়োগের তৎপরতার বিরুদ্ধে সম্প্রতি আদালতের শরণাপন্ন হন এক আইনজীবী। কিন্তু তারপরও নিয়োগ প্রক্রিয়া অব্যাহত রাখায় বিতর্ক শুরু হয়। বিষয়টি নজরে আসে শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড ও অধিদফতরের। শিক্ষা মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ পাটোয়ারী সোমবার সাংবাদিকদের বলেছেন, আমরা ভিকারুননিসা নূনের কথা শুনেছি। তবে এখন অধ্যক্ষ নিয়োগ দেয়ার কোন সুযোগ নেই কোন প্রতিষ্ঠানেই। আমরা বিষয়টি দেখছি। গত ২৮ আগস্ট উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ মাধ্যমিক কলেজের অধ্যক্ষ পদে এবং ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ পদে নিয়োগের সকল কার্যক্রম স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু: জিয়াউল হক বলেছেন, ভিকারুননিসা বা অন্য কোথাও এখন অধ্যক্ষ নিয়োগ দেয়া যাবে না। দিলে তা অবৈধ। ভিকারুননিসায়ও নিয়োগ দেয়া যাবে না। সরকারীভাবে পদায়ন করা ভারপ্রাপ্ত অধ্যক্ষকে অব্যাহতি দেয়ার বিষয়ে চেয়ারম্যান বলেন, না তাকে অব্যাহতি দিলে বোর্ডের অনুমোদন লাগবে। অবৈধভাবে সরানো যাবে না। যদিও আমরা তাকে অব্যাহতি দেয়ার এখনও অভিযোগ পাইনি। এদিকে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর ভিকারুননিসা নূন স্কুল এ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কাছে চিঠি দিয়ে নিয়োগ প্রক্রিয়াকে অবৈধ বলে জানিয়ে দিয়েছে। শিক্ষা অধিদফতরের চিঠিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা অমান্য করে অধ্যক্ষ পদে নিয়োগ কার্যক্রম পরিচালনা বিধিসম্মত নয়। তাই ভিকারুননিসার অধ্যক্ষ পদে নিয়োগে গৃহীত সব কার্যক্রম বাতিল করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর।
×