ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

অতিরিক্ত ফি দিতে না পারায় ১৫ শিক্ষার্থীর ফরমপূরণ হয়নি

প্রকাশিত: ০৫:৪৩, ৭ জানুয়ারি ২০১৯

  অতিরিক্ত ফি দিতে না  পারায় ১৫ শিক্ষার্থীর  ফরমপূরণ হয়নি

স্টাফ রিপোর্টার, গলাচিপা ॥ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কর্তৃপক্ষকে অতিরিক্ত টাকা দিতে না পারায় ১৫ শিক্ষার্থীর এইচএসসির চূড়ান্ত পরীক্ষার ফরমপূরণ হয়নি। তাদের পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইনস্টিটিউটের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান নিজেও ওইসব শিক্ষার্থীর ফরমপূরণ না হওয়ার বিষয়টি নোটিস জারি করে নিশ্চিত করেছেন। জানা গেছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড থেকে এইচএসসির ফরমপূরণে শিক্ষার্থী প্রতি ১ হাজার ১৭০ টাকা নির্ধারণ করা হয়। অথচ ছোটবাইশদিয়া বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কর্তৃপক্ষ কোন নিয়মনীতির তোয়াক্কা না করে বিভিন্ন অজুহাত দেখিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে জনপ্রতি ৫ হাজার টাকা করে আদায় করেন। কিন্তু ওই ১৫ জন শিক্ষার্থী ইনস্টিটিউট কর্তৃপক্ষের ধার্য টাকা দিতে ব্যর্থ হন। ফলে এখনও তাদের ফরমপূরণ হয়নি। এতে এসব শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়ে। একাধিক শিক্ষার্থী জানান, শিক্ষাবোর্ড থেকে ফরমপূরণের ফি নির্ধারিত হলেও ইনস্টিটিউট কর্তৃপক্ষ তাদের কাছে পাঁচ হাজার টাকা করে ধার্য করেন। যারা এ টাকা দিতে পেরেছে তাদের ফরমপূরণ করা হয়েছে। যারা পুরো টাকা দিতে পারেনি, তাদের ফরমপূরণ হয়নি। শিক্ষার্থীদের কেউ কেউ তিন হাজার টাকা দিতে চাইলেও তারা গ্রহণ করেনি।
×