ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চেয়ারম্যানের হাতে আওয়ামী লীগ নেতা লাঞ্ছিত

প্রকাশিত: ০৭:২৪, ৬ জানুয়ারি ২০১৯

চেয়ারম্যানের হাতে আওয়ামী লীগ নেতা লাঞ্ছিত

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শরণখোলায় আলোচিত ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিনের লোকজন শনিবার বেলা ১১টার দিকে খোন্তাকাটা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর আকনকে মারপিট করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। চেয়ারম্যান বিষয়টি অস্বীকার করে বলেন আমি নই, ইউপি সদস্য নাসির মেরেছে সবুরকে। এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ক্ষোভ প্রকাশ করেছেন। মারপিটের শিকার আব্দুস সবুর আকন বলেন, আমার বাড়ির সামনের একটি গ্রাম্য রাস্তায় ৪০ দিনের কর্মসূচীর মাধ্যমে কাজ চলছে। বেলা ১১টার দিকে বাড়ি থেকে সেখানে যাই। কাজের লোকদের বলি, আমি রাস্তার সব জায়গা দিয়েছি। কিন্তু আসলে এত জায়গা রাস্তায় লাগে না। এ কথা বলার সঙ্গে সঙ্গে চেয়ারম্যান মহিউদ্দিন আমার জামার কলার ধরেন এবং তার সঙ্গে থাকা ইউনিয়ন পরিষদ সদস্য নাসির, রাজ্জাক আকন, নজিব আহমেদ আমাকে মারধর করেন। পরে স্থানীয়রা এগিয়ে এলে তারা আমাকে ছেড়ে দেয়। নিজেকে নির্দোষ দাবি করে চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন বলেন, সকালে একটি রাস্তার কাজ চলছিল। কাজ বন্ধ করে দেয়ার জন্য আব্দুস সবুর খোন্তা নিয়ে যায় এবং স্থানীয় ইউপি সদস্য নাসিরকে একটি থাপ্পড় দেয় সবুর। পরে নাসির সবুরকে দুটি থাপ্পড় মারে। আমি দুজনকে মারামারির হাত থেকে ছাড়িয়েছি শুধু।
×