ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মাখনের মনরো

প্রকাশিত: ০৬:১৫, ৬ জানুয়ারি ২০১৯

মাখনের মনরো

হলিউড সুপারস্টার মেরিলিন মনরো মৃত্যুর দীর্ঘদিন পরেও মানুষের মনে সমান জনপ্রিয়। সৌন্দর্য পিয়াসীরা আজও মনরোর ভুবনমোহিনী হাসি ভুলতে পারেন না। ফের এ কথার প্রমাণ মিলল। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার বার্ষিক ফার্ম শোতে খাঁটি মাখনের তৈরি কিছু ভাস্কর্য উন্মুক্ত করা হয়। ১০৩তম এই শোতে মাখনের তৈরি সৈন্য, চিকিৎসক, দমকলকর্মী, ফুটবল খেলোয়াড়ের পাশাপাশি মেরিলিন মনরোর একটি ভাস্কর্যও উন্মুক্ত করা হয়। খবরে বলা হয়েছে, বার্ষিক এই শো উন্মুক্ত হবার পর পরই মাখনের তৈরি মনরোর দিকে মানুষের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ছেলে-বুড়ো লাইন ধরে মনরোর ভাস্কর্যের সামনে দাঁড়িয়ে ফটোসেশন করেছে। মনরোর এই ভাস্কর্য বানাতে কয়েক মণ খাঁটি মাখন ব্যবহার করা হয়েছে। আর শোতে প্রদর্শিত সমস্ত ভাস্কর্য তৈরিতে ব্যবহার করা হয়েছে আধাটন মাখন। মেরি পেল্টন ও তার স্বামী জিম ভিক্টর এসব ভাস্কর্য তৈরি করেন। মূলত পেলসিলভানিয়ার বিলুপ্ত প্রায় দুগ্ধ শিল্পের সুদিন ফেরাতে এই ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়। এই শো উদ্বোধন করেন পেনসিলভানিয়ার গবর্নর টম উলফ ও কৃষিমন্ত্রী রাসেল রেডিং। উইসকনসিনের পর যুক্তরাষ্ট্রের মধ্যে পেনসিলভানিয়ায় সবচেয়ে বেশি দুধ উৎপন্ন হয়।-ইউপিআই অবলম্বনে।
×