ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বরিশালে আনন্দ কর্মসূচী শোকে পরিণত

প্রকাশিত: ০৪:১৯, ৫ জানুয়ারি ২০১৯

 বরিশালে আনন্দ কর্মসূচী শোকে  পরিণত

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের মধ্য দিয়ে এগিয়ে চলা বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শুক্রবার বরিশাল নগরীসহ জেলার দশটি উপজেলায় আনন্দ র‌্যালি, কেক কাটা, আলোচনা সভা, দেশবরেণ্য সঙ্গীত শিল্পীদের নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানসহ ব্যাপক কর্মসূচীর সকল প্রস্তুতি সম্পন্ন করেছিল ছাত্রলীগ নেতৃবৃন্দ। অবশেষে আনন্দঘন কর্মসূচী শোকে পরিণত হয়েছে। আওয়ামী লীগের সাবেক সফল সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের মৃত্যুতে তার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে স্থগিত করা হয় সকল কর্মসূচী। দলীয় নেতাকর্মীর মুখে ছিল শোকের ছায়া। শুধু শুক্রবার সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন ছাত্রলীগ নেতৃবৃন্দ। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ এমপির নির্দেশে বাদ জুমা জেলা ও উপজেলার প্রতিটি মসজিদে সৈয়দ আশরাফুল ইসলামের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাত করা হয়।
×