ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিপিএল ষষ্ঠ আসরের উত্তাপ শুরু কাল

প্রকাশিত: ০৭:২৩, ৪ জানুয়ারি ২০১৯

বিপিএল ষষ্ঠ আসরের উত্তাপ শুরু কাল

মিথুন আশরাফ ॥ বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল টি২০) ষষ্ঠ আসর শুরু হতে আর একদিন বাকি। শনিবার থেকেই শুরু হবে এবারের আসর। এ আসরে সাত দল অংশ নিচ্ছে। প্রতিটি দলের ক্রিকেটাররাই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একাডেমি মাঠে প্রস্তুত হচ্ছেন। সব দলের কোচদের দৃষ্টি একদিকেই আছে। শিরোপার দিকেই দৃষ্টি দিচ্ছেন কোচরা। বিপিএলের বর্তমান চ্যাম্পিয়ন দল রংপুর রাইডার্স। এই দলের কোচ টম মুডি এবার আরও শক্তিশালী দল পাচ্ছেন। দলে দেশী ক্রিকেটারদের মধ্যে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজাতো আছেনই। মুডির সবচেয়ে শক্তিশালী জায়গাও মাশরাফি। সঙ্গে আছেন পেসার শফিউল ইসলাম ও আবুল হাসান রাজু। স্পিনারদের মধ্যে নাজমুল ইসলাম অপু ও সোহাগ গাজী রয়েছেন। অলরাউন্ডার ফরহাদ রেজাও এই দলে। আবার হার্ডহিটার মোহাম্মদ মিঠুন, মেহেদী মারুফ ও নাদিফ চৌধুরীও আছেন। বিদেশী ক্রিকেটারদের মধ্যে ব্যাট হাতে প্রতিপক্ষকে ধ্বংস করে দেয়ার মতো ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স ও এ্যালেক্স হেলস রয়েছেন। সঙ্গে রবি বোপারা, রিলি রুশো, শন উইলিয়ামসের মতো ব্যাটসম্যান ও শেলডন কটরেলের মতো পেসার আছেন। এই দল নিয়ে এবার শিরোপা ধরে রাখার লক্ষ্যই আছে দলটির। মুডি যেমন বলেছেন, ‘এটা দুর্দান্ত। এবি (ডি ভিলিয়ার্স), (এ্যালেক্স) হেলস, ক্রিস গেইল আছে। ভিলিয়ার্সের সঙ্গে কখনও কাজ করা হয়নি। সে ভয়ঙ্কর! তবে হেলস ও গেইলের সঙ্গে কাজ করা হয়েছে। দলের দেশী, বিদেশী ক্রিকেটারদের ওপর পূর্ণ আস্থা আছে। শিরোপা জিততে অনেকটা পথ পাড়ি দিতে হবে। মাশরাফিকে অভিনন্দন। গত কয়েকটি সপ্তাহে দুর্দান্ত সময় গেছে তার জীবনে। আশা করছি এবার শনিবার থেকে ক্রিকেটেও মাশরাফির সুন্দর সময় কাটবে। আমরা একটা ট্রফি জিতেছি। নতুন ফ্র্যাঞ্চাইজি যুক্ত হয়েই শিরোপা জিতেছে। সেটা ধরে রাখাই এখন কাজ।’ খুলনা টাইটান্স একবারও বিপিএলের শিরোপা জিততে পারেনি। এমনকি ফাইনালেও খেলতে পারেনি। গত আসরে ‘প্লে-অফ’ থেকেই ছিটকে পড়েছে। এবার দলটিতে বিশেষ কোন ক্রিকেটার নেই। তবে ব্যালান্স দল। বিদেশী ক্রিকেটারদের মধ্যে কার্লোস ব্রেথওয়েট, ডেভিড মালান, লাসিথ মালিঙ্গা, আলী খান, ইয়াসির শাহ, ব্রেন্ডন টেইলর রয়েছেন। দেশী ক্রিকেটারদের মধ্যে অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, জহুরুল ইসলাম অমি, তাইজুল ইসলাম, জুনায়েদ সিদ্দিকী, শরিফুল ইসলাম আছেন। এত আহামরি দল নয়। এই দল নিয়েও বহুদূর যেতে চান খুলনা টাইটান্সের কোচ মাহেলা জয়বর্ধনে। তিনি বলেছেন, ‘আমরা টিম এ্যাফোর্টের দিকে গুরুত্ব দিয়েছি। গত আসরটি ভালভাবে কাটিয়েছি। আমরা একটি ইউনিট হয়ে খেলতে চাই। পারফর্ম করতে পারলে জয় মিলবে। গত আসরে প্লে-অফ খেলতে পেরেছিলাম। এবার সেই ফলটাকে আরও বাড়াতে চাই।’ ঢাকা ডায়নামাইটস একবার চ্যাম্পিয়ন হয়েছে। গত আসরে সেই শিরোপা ধরে রাখতে পারেনি। এবার শিরোপা জেতার আকাক্সক্ষা আছে ঢাকার। সাকিব আল হাসানের নেতৃত্বে দলে দেশী ক্রিকেটারদের মধ্যে রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শুভাগত হোম চৌধুরী রয়েছেন। বিদেশী ক্রিকেটারদের মধ্যে সুনীল নারাইন, রোভম্যান পাওয়েল, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল আছেন। শক্তিশালী দলই গড়েছে ঢাকা। এই দল নিয়ে কোচ খালেদ মাহমুদ সুজন শিরোপার স্বপ্ন আবার দেখছেন। বলেছেন, ‘সব দলই শক্তিশালী, কাউকে ছোট করে দেখার কোন অবকাশ নেই। আমি মনে করি সবার মধ্যেই সেই এ্যাবিলিটি আছে শিরোপা জেতার। চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা নিয়েই শুরু করব ইনশাআল্লাহ্। আমাদের দল ভাল, আমাদের বিদেশী ক্রিকেটারের কালেকশনও ভাল, আমাদের কম্বিনেশনও খুব ভাল মাশাআল্লাহ। যত ভুল কম হবে তত ভাল হবে। দিন শেষে প্রথম চারে যাওয়া মূল লক্ষ্য থাকবে। এরপর চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য। এছাড়া আমাদের অধিনায়ক সাকিব অনেক ফর্মে আছে। এটা অনেক বড় একটা ব্যাপার। সে এখন দারুণ নেতৃত্ব দিচ্ছে এটাও অনেক বড় কিছু। সাকিব সেভাবে খেললে আমি মনে করি সে একাই অনেক কিছু করতে পারে।’ ঢাকা ডায়নামাইটসের মতো কুমিল্লা ভিক্টোরিয়ান্সও একবার চ্যাম্পিয়ন হয়েছে। দলটিতে এবার দেশী ক্রিকেটারদের মধ্যে তামিম ইকবাল, ইমরুল কায়েস, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, মেহেদী হাসান, জিয়াউর রহমান, মোশাররফ হোসেন রুবেল রয়েছেন। বিদেশী ক্রিকেটারদের মধ্যে স্টিভেন স্মিথ, শোয়েব মালিক, লিয়াম ডওসন, শহীদ আফ্রিদি, থিসারা পেরেরা, এভিন লুইস আছেন। অসাধারণ দলই বলা চলে। এই দল নিয়ে কতদূর এবার যেতে পারবে কুমিল্লা? কোচ মোহাম্মদ সালাউদ্দিনের আশা বড়ই আছে। অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে পেয়ে যেমন বিপিএলের আকর্ষণ বাড়ছে, কুমিল্লার আকর্ষণ আরও বেড়ে যাচ্ছে। তিনি বলেছেন, ‘আমি বলব যে আমাদের স্থানীয় ক্রিকেটার যারা রয়েছে তারা অনেক বেশি অভিজ্ঞ। এটি আমাদের সব থেকে বড় সুবিধা। টি২০ স্পেশালিস্ট হিসেবে অনেক ক্রিকেটার আছে। বিশেষ করে যারা স্থানীয় আছে। সেই সঙ্গে আমরা অনেক অভিজ্ঞ বিদেশী ক্রিকেটারও পেয়েছি এবং অনেক ভাল ভাল ক্রিকেটার আছে। স্টিভ স্মিথ আসলেই অনেক ভাল খেলোয়াড়। তবে আমার দলের সবাইকেই অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। স্থানীয় ক্রিকেটার এবার যেহেতু সাতজন খেলবে সুতরাং তাদের ভূমিকাটি অনেক বেশি হবে এবং এটি দলের জয় পরাজয়ের ব্যাপারে অনেক নির্ভর করবে।’
×