ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আমতলীতে মা সমাবেশ

প্রকাশিত: ০৪:০৪, ৩ জানুয়ারি ২০১৯

আমতলীতে মা সমাবেশ

নিজস্ব সংবাদদাতা, আমতলী, বরগুনা, ২ জানুয়ারি ॥ আমতলী আঁচল ইন্টারন্যাশনাল আইডিয়াল স্কুলে বুধবার মা সমাবেশ ও বার্ষিক পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গণে বিদ্যালয়ের প্রিন্সিপাল আবদুর রশিদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক পৌর মেয়র মতিয়ার রহমান। বক্তব্য রাখেন ওসি (তদন্ত) নুরুল ইসলাম বাদল, ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা, বোরহান উদ্দিন মাসুম তালুকদার, ওসি আলাউদ্দিন মিলনের সহধর্মিণী রোকসানা রুপা, ওসি (তদন্ত) সহধর্মিণী রুপাইয়া ইয়াসমিন যুথি, মুনতাহিন মতিয়ার আঁচল প্রমুখ। রামেকে আরও পাঁচ বিভাগ স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহী মেডিক্যাল কলেজে আরও পাঁচটি বিভাগ যুক্ত হচ্ছে। এসব বিভাগে একজন করে সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক নিয়োগ করার উদ্যোগ নেয়া হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের মঞ্জুরিপত্র অনুযায়ী নতুন পাঁচটি বিভাগ হলো ক্যাজুয়ালটি, এ্যান্ডোক্রাইন সার্জারি, হেপাটোবিলিয়ারি সার্জারি, কলোরেক্টাল সার্জারি ও সার্জিক্যাল অনকোলজি বিভাগ। জানা গেছে, মঞ্জুরিপত্র অনুযায়ী দেশের ১৪টি বিদ্যমান ও নতুন মেডিক্যাল কলেজে বিভিন্ন ক্যাটাগরিতে ১৩১ পদে নিয়োগ দেয়ার উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে রাজশাহী মেডিক্যাল কলেজের নতুন পাঁচটি বিভাগে ১০টি পদ রয়েছে। অধ্যক্ষ অধ্যাপক নওসাদ আলী বলেন, পাঁচটি বিভাগ সংযুক্ত হওয়ার ফলে এ প্রতিষ্ঠানের শিক্ষা বিস্তারে নতুন দিক উন্মোচিত হবে। আমরা পাঁচটি বিভাগের অনুমোদন পেয়েছি।
×