ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিএনপি নেতাকর্মীদের বাড়িতে নির্বাচিত এমপি

প্রকাশিত: ০৪:০১, ৩ জানুয়ারি ২০১৯

বিএনপি নেতাকর্মীদের বাড়িতে নির্বাচিত এমপি

নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২ জানুয়ারি ॥ ১৯৭৯ সাল থেকে জাতীয় সংসদ নির্বাচনকালে সন্ত্রাস, বাড়িঘর ভাংচুর, হামলা, মামলা, লুট ও খুনের ঘটনা ঘটে আসছিল। টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনে গোপালপুর উপজেলায় নির্বাচন পর্ব ও নির্বাচনোত্তর এ সহিংস ঘটনা নিয়ে স্থানীয় প্রশাসন সব সময় থেকেছেন উৎকণ্ঠার মধ্যে। গোপালপুর পৌরসভার আভঙ্গী মহল্লার নিরানব্বই ভাগ বাসিন্দাই বিএনপির কর্মী ও সমর্থক। জানা যায়, এলাকাটি বস্তির মতো ঘিঞ্জি হওয়ায় সন্ত্রাসীরা এটিকে ঘাঁটি হিসেবে ব্যবহার করে। দীর্ঘ ৪০ বছর ধরে এই এলাকার বিএনপির কর্মীদের সঙ্গে আওয়ামী লীগের কর্মীদের বহুবার রক্তক্ষয়ী সংঘর্ষ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। সর্বশেষ ২০১৩ সালে উপজেলা ছাত্রলীগ নেতা ইমরান হোসেন এই এলাকার বিএনপির কর্মী সমর্থকদের হাতে নিহত হয়। খুনাখুনি বন্ধ এবং এলাকাবাসীকে সন্ত্রাস ও সংঘর্ষের পথ থেকে সরিয়ে আনার উদ্যোগ নিয়েছেন আওয়ামী লীগের নবনির্বাচিত সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। তিনি নির্বাচনে জয়লাভ করে শুভেচ্ছা জানাতে ওই এলাকায় যান। তিনি এলাকার প্রতিটি বাড়িঘর, দোকানপাটে ফুল নিয়ে হাজির হন। ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর সময় তিনি সেখানকার বিএনপি কর্মীসমর্থকদের বলেন, আর নয় সংঘর্ষ, বোমাবাজি ও রক্তক্ষরণ। আজ থেকে ফুল বিনিময় হবে। ভালবাসা বিনিময় হবে। বছরের প্রথম দিন থেকেই শিশুরা অস্ত্র হাতে নয়, বই হাতে নিয়ে স্কুলে যাবে। মা-বোনরা দা-কোদাল নিয়ে রাস্তায় মারামারি করতে বেরুবে না। তারা শান্তিপূর্ণভাবে ঘর সংসার সামলাবে। এ সময় ওই এলাকার শতশত নারী-পুরুষ ও শিশুরা তার হাত থেকে ফুল নিয়ে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন। এ সময় পৌর মেয়র রকিবুল হক ছানা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, শহর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
×