ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সহিংসতা রোধে মহড়া-

প্রকাশিত: ০৩:৫৮, ২ জানুয়ারি ২০১৯

সহিংসতা রোধে মহড়া-

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নির্বাচন পরবর্তী সহিংসতা রোধে নারায়ণগঞ্জে র‌্যাব সদস্যদের মহড়া অব্যাহত রয়েছে। মঙ্গলবার বেলা তিনটায় নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এক প্রেস ব্রিফিংয়ে র‌্যাব-১১ এর অধিনায়ক (সিও) কমান্ডার রাসেল আহমেদ কবীর জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই শান্তি ও শৃঙ্খলার সঙ্গে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ছোটখাটো কিছু বিশৃঙ্খলা বিভিন্ন জেলাতে হলেও নারায়ণগঞ্জে কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এই নির্বাচনকে ঘিরে কোন মহল যেন কোন ধরনের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি না করতে পারে সেজন্য মহড়া চলবে। এতিম শিশুদের শীতবস্ত্র প্রদান স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চৌগাছা সরকারী শাহাদৎ পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ৯৯ ব্যাচ ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার বারুইহাটি এতিমখানার শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। পাশাপাশি শিশুদের নিরাপদ স্যানিটেশনের লক্ষ্যে প্রতিষ্ঠানের পার্শ্বে দুটি টয়লেট নির্মাণ করে দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় দিকে ফাউন্ডেশনের নেতৃবৃন্দ বারুইহাটি কওমি মাদ্রাসায় উপস্থিত হয়ে শীতবস্ত্র মাদ্রাসা কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করেন। এ সময় উপস্থিত ছিলেন চৌগাছা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক মুকুরুল ইসলাম মিন্টু, অবসরপ্রাপ্ত সার্জেন্ট নুরুল আজাদ, ফাউন্ডেশনের সভাপতি সাদেকুর রহমান ডালিম, সাধারণ সম্পাদক এটিএম সুমন, যুগ্ম সম্পাদক মেহেদী হাসান সজল প্রমুখ।
×