ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বছরের সেরা আয়োজন যুব গেমস

প্রকাশিত: ০৬:৩৮, ১ জানুয়ারি ২০১৯

বছরের সেরা আয়োজন যুব গেমস

রুমেল খান ॥ ক্রিকেট ও ফুটবলে সাফল্যের বাইরে ২০১৮ সালে বাংলাদেশের অন্যান্য খেলাধুলার চালচিত্র কেমন ছিল, সেটা একবার খতিয়ে দেখা যাক, আজ থাকছে এ্যাথলেটিক্স ও সাঁতার। এ্যাথলেটিক্স ॥ গত জানুয়ারিতে দেশজুড়ে অনুষ্ঠিত হয় বাংলাদেশ যুব গেমস। এতে এ্যাথলেটিক্সে আলো ছড়ান মানিকগঞ্জের দিশা সুলতানা এবং টাঙ্গাইলের জান্নাতুল। দিশা ১০০ ও ২০০ মিটার স্প্রিন্ট এবং লংজাম্পে সেরা হন। অন্যদিকে টাঙ্গাইলের জান্নাতুল হাইজাম্পে স্বর্ণ এবং ৪০০ মিটার স্প্রিন্টে রৌপ্য জেতেন। বালকদের ১০০ মিটার স্প্রিন্টে নারায়ণগঞ্জের নাদিম মোল্লা সেরা হন। গোপালগঞ্জের হাফিজুর রহমান দ্বিতীয় এবং নরসিংদীর রুবেল হাসান তৃতীয় হন। বালিকাদের শটপুটে শরিয়তপুরের লিজা আক্তার, বালকদের শটপুটে টাঙ্গাইলের রাকিবুল হাসান, বালিকাদের হাইজাম্পে টাঙ্গাইলের জান্নাতুল, বালকদের লংজাম্পে গোপালগঞ্জের এসএম সোয়েব, বালকদের চাকতি নিক্ষেপে কিশোরগঞ্জের মাহমুদুল হাসান শাওন, বালিকাদের চাকতি নিক্ষেপে ঢাকার সুমাইয়া আক্তার, বালকদের ২০০ মিটার স্প্রিন্টে নরসিংদীর রুবেল হাসান, বালিকাদের ৪০০ মিটার স্প্রিন্টে মানিকগঞ্জের সুমাইয়া দেওয়ান, বালকদের ৪০০ মিটার স্প্রিন্টে গোপালগঞ্জের হাফিজুল, ৪০০ মিটার স্প্রিন্টে ময়মনসিংহ বিভাগের শেরপুরের জহির রায়হান, এদিকে তরুণী গ্রুপে রাজশাহী বিভাগের পাবনার শিউলি খাতুন, তরুণ গ্রুপে শটপুটে খুলনা বিভাগের তন্ময় বৌদ্ধ, তরুণী গ্রুপে হাইজাম্পে ঢাকা বিভাগের জান্নাতুল, তরুণী গ্রুপে লংজাম্পে খুলনা বিভাগের তিন্নি হাসান সুইটি, ট্র্যাক এ্যান্ড ফিল্ডে তরুণী গ্রুপের শটপুটে ঢাকার শারমিন আক্তার, তরুণ গ্রুপের ডিসকাস থ্রোতে ঢাকার মাহমুদুল হাসান শাওন, এদিকে তরুণ গ্রুপে ২০০ মিটার স্প্রিন্টে হাসান মিয়া, তরুণী গ্রুপে রূপা খাতুন স্বর্ণপদক লাভ করেন। পদক তালিকায় সবার উপরে থেকে আসর শেষ করে রাজশাহী বিভাগ। তারা ৩৭ স্বর্ণ, ৩৫ রৌপ্য, ৪০টি তা¤্রপদকসহ ১১২টি পদক লাভ করে। অপরদিকে সমান সংখ্যক স্বর্ণপদক পেয়েও (৩৭) রৌপ্য, তা¤্র্ের পিছিয়ে থাকায় ৯৪ পদক নিয়ে রানার্সআপ হয় খুলনা বিভাগ। ৩৫ স্বর্ণ, ২৬ রৌপ্য, ৪২ তা¤্রসহ ১০৩ পদক নিয়ে চট্টগ্রাম তৃতীয় হয়। জুলাইয়ে ঢাকায় অনুষ্ঠিত হয় ১৪তম সামার এ্যাথলেটিক্স। এই আসরে নতুন দ্রুততম মানব খুঁজে পাওয়া যায়। তিনি হচ্ছেনÑ বিকেএসপির নবম শ্রেণীর ছাত্র হাসান মিয়া। আর টানা সপ্তমবারের মতো দ্রুততম মানবী হন বাংলাদেশ নৌবাহিনীর শিরিন আক্তার। হাসান ১০০ মিটার স্প্রিন্টে সাতবারের দ্রুততম মানব মেজবাহ আহমেদকে পেছনে ফেলে দেশের দ্রুততম মানব হন। তার টাইমিং ছিল ১০.৮০ সেকেন্ড। সাতবারের চ্যাম্পিয়ন নৌবাহিনীর মেজবাহ ১০.৯০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন। তৃতীয় হন একই দলের আবদুর রউফ। তিনি তা¤্রপদক জেতেন ১১.০০ সেকেন্ড সময় নিয়ে। অপরদিকে দ্রুততম মানবীর আসন ধরে রাখেন শিরিন আক্তার। মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে তিনি ১২.২০ সেকেন্ড সময় নিয়ে টানা সপ্তমবারের মতো দ্রুততম মানবী হওয়ার কৃতিত্ব দেখান। সেই সঙ্গে লাভলী সুলতানার সাতবার দ্রুততম মানবী হওয়ার রেকর্ডে ভাগ বসান। ১২.৩০ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হয়ে রৌপ্য জেতেন নৌবাহিনীর সোহাগী আক্তার। এ ইভেন্টে তা¤্রপদক পান সেনাবাহিনীর শরীফা খাতুন। বাংলাদেশের ইতিহাসে এই প্রথমবারের মতো জাতীয় সামার এ্যাথলেটিক্সে শ্রেষ্ঠত্ব অর্জন করে বাংলাদেশ নৌবাহিনী। তারা ১৫ স্বর্ণ, ১৫ রৌপ্য এবং ১২ তা¤্রসহ মোট ৪২টি পদক লাভ করে। বাংলাদেশ সেনাবাহিনী ১৩ স্বর্ণ, ১৬ রৌপ্য এবং ১৩ তা¤্রসহ মোট ৪২টি পদক অর্জন করে দ্বিতীয় স্থান অর্জন করে এবং ৩টি স্বর্ণপদক অর্জন করে তৃতীয় স্থান দখল করে বিকেএসপি। দুইদিন ব্যাপী এই প্রতিযোগিতায় সর্বমোট ৩৫ ইভেন্টে খেলা হয়। সেরা এ্যাথলেট (মহিলা) বাংলাদেশ সেনাবাহিনীর সুমী আক্তারের ব্যক্তিগত ৪টি স্বর্ণ অর্জন (৪০০ মি., ৮০০ মি., ১৫০০ মি. ও ৩০০০ মিটারে)। বাংলাদেশ যুব গেমস ২০১৮ উপলক্ষে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে চলছিল গেমসের সমাপনী অনুষ্ঠানের ডিজে শো। সময় তখন প্রায় সন্ধ্যা ৬টা। ঠিক সে সময় স্টেডিয়ামের এক নম্বর গেটের দিকে নিচতলায় পিলারের ওপর বেঁধে রাখা একগাদা পাওয়ার ক্যাবলে শর্টসার্কিট হয়ে আগুন লাগে। ফলে প্রচ- কালো ধোঁয়ার সৃষ্টি হয় এবং স্টেডিয়ামের গ্যালারিতে ধোঁয়া প্রবেশ করে আচ্ছন্ন করে ফেলে। এতে করে তখন স্টেডিয়ামে উপস্থিত দর্শকরা তীব্র ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েন এবং তাড়াহুড়া করে গ্যালরির বেষ্টনী বেয়ে মাঠের মধ্যে ঢুকে পড়ে। ইতোমধ্যেই খবর পেয়ে এরপর আর্মি ও ফায়ার সার্ভিসের কর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দ্রুতই আগুন নিভিয়ে ফেলেন তারা। তবে এই ঘটনার ফলে স্টেডিয়ামে চলমান অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। সাঁতার ॥ জাতীয় যুব গেমসে দ্বিতীয় দিনে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের সাঁতারে চিটাগাং ক্লাব সুইমিং পুলে ঝড় তোলেন কুমিল্লার দুই সাঁতারু জুঁই মারমা ও শ্রাবন্তী আক্তার। সাঁতারে ১৪টি ক্যাটাগরির ১১টিতেই চ্যাম্পিয়ন হয় কুমিল্লার সাঁতারুরা। তিনটি করে ইভেন্টে চ্যাম্পিয়ন হন জুঁই মারমা এবং শ্রাবন্তী আক্তার। জুঁই ১০০ মিটার ফ্রি স্টাইল, ৫০ ও ১০০ মিটার ব্যাক স্ট্রোকে এবং শ্রাবন্তী ২০০ মিটার ফ্রি স্টাইল, ৫০ ও ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে চ্যাম্পিয়ন হন। এছাড়া পুলে ঝড় তোলেন পটুয়াখালীর তরুণ সাঁতারু ওমর আলী। সাঁতারের তিনটি ইভেন্টেই দাপট দেখান তিনি। ১০০ মিটার ফ্রি স্ট্রাইল, ৫০ মিটার ব্রেস্ট স্ট্রোক ও ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে সেরা হন উদীয়মান এই সাঁতারু। ৫০ মিটার ফ্রিস্টাইলে বরিশালের মিজান হোসেন, ৫০ মিটার ব্যাকস্ট্রোকে মোহাম্মদ সবুজ স্বর্ণ জেতেন। মেয়েদের সাঁতারে প্রাধান্য বিস্তার করে ঝালকাঠী জেলার মেয়েরা। ৮ ইভেন্টের ৫টিতেই জেতে তারা। এর মধ্যে দুটি ইভেন্টে সেরা হন তিন্নি আক্তার। ৫০ মিটার ফ্রিস্ট্রাইলে ও ১০০ মিটার ব্যাক স্ট্রোকে প্রাধান্য ছিল তিন্নির। ১০০ মিটার ফ্রিস্টাইলে ঝালকাঠীর ফাতেমা আক্তার, ৫০ মিটার ব্যাকস্ট্রোকে পটুয়াখালীর খাদিজা আক্তার, ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে ঝালকাঠীর ফাতেমা আক্তার স্বর্ণ জেতেন। ঢাকা বিভাগের তরুণ সাঁতারু আরিফুল ইসলাম যুব গেমসে প্রত্যাশা মাফিক দাপট দেখান। স্বর্ন জেতেন ৫টি। বালিকা বিভাগে দাপট দেখান খুলনার সুম্মা খাতুন। বালিকা বিভাগের ৫০ মিটারের ফ্রি স্টাইলে ও ১০০ মিটার ফ্রি স্টাইলে সুম্মা খাতুন স্বর্ণ জেতেন। আরিফুলের রাজত্বের পরও চ্যাম্পিয়ন হতে পারেনি ঢাকা বিভাগ। শ্রেষ্ঠত্বের মুকুট পরে খুলনা বিভাগ। আট স্বর্ণ ও আট রৌপ্য জেতে তারা। দ্বিতীয় স্থানে থাকা ঢাকা বিভাগ জেতে ছয় স্বর্ণ, ছয় রৌপ্য ও দুটি তা¤্র। এ দুই দলের দাপটে চূড়ান্ত পর্বের বাকি দুই বিভাগ চট্টগ্রাম ও রাজশাহী সুবিধা করতে পারেনি। একটিও স্বর্ণ জিততে পারেনি তারা। চট্টগ্রাম নয়টি তা¤্র ও রাজশাহী তিনটি তা¤্র জেতে। মার্চে ঢাকার মিরপুরে অনুষ্ঠিত হয় স্বাধীনতা ও জাতীয় দিবস সাঁতার প্রতিযোগিতা। সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ শীর্ষক সুইমার ট্যালেন্ট হান্ট কর্মসূচীর দীর্ঘমেয়াদী প্রশিক্ষণ ক্যাম্পে অন্তর্ভুক্ত ৬০ সাঁতারু এতে অংশগ্রহণ করেন। এ আসরে বালক বিভাগে ৪টি ও বালিকা বিভাগে ৪টি মোট ৮টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতার বালিকা ও বালক ১০০ মিটার ফ্রি স্টাইলে সুম্মা ও মোঃ হিমেল, ১০০ মিটার ব্যাক স্ট্রোকে রূপা ও মোঃ সানি, ১০০ মিটার ব্রেস্টস্ট্রোকে বৃষ্টি ও মোঃ হাকিম, ১০০ মিটার বাটারফ্লাইয়ে মিম ও জামরুল স্বর্ণপদক জয় করেন। এপ্রিলে অস্ট্রেলিয়ার গোলকোস্টে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে বাংলাদেশের সাঁতারুরা প্রত্যেকেই হিট থেকেই বাদ পড়ে। বাংলাদেশ দলের এক কর্মকর্তার হাস্যকর-খামখেয়ালিপনা ও দায়িত্বহীনতায় বাংলাদেশের দুই সাঁতারু প্রতিযোগিতায় অংশই নিতে পারেননি! ৬ মে জাতীয় দলের সাবেক সাঁতারু ওয়াসিউল ইসলাম (৩০) সড়ক দুর্ঘটনায় নিহত হন। অক্টোবরে জাতীয় দূরপাল্লার সাঁতারে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ নৌবাহিনী। পুরুষ ও মহিলা বিভাগে ৬ পদকের মধ্যে ৪টি পদকই লাভ করে তারা। মার্চে ফরচুন বাংলা চ্যানেল সুইমিংয়ে সবচেয়ে কম সময়ে দূরত্ব অতিক্রম করার রেকর্ড গড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সাইফুল ইসলাম রাসেল। বঙ্গোপসাগরের ১৬.১ কিলোমিটার পানিপথ তিনি পাড়ি দেন ৩ ঘণ্টা ৮ মিনিট ৭ সেকেন্ডে।
×