ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বগুড়ায় মতিন ও তুফানের নামে দুদকের মামলা

প্রকাশিত: ০৩:৫৯, ১ জানুয়ারি ২০১৯

বগুড়ায় মতিন ও তুফানের নামে দুদকের মামলা

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বহুল আলোচিত দুই ভাই মতিন সরকার ও তুফান সরকারের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) অসাধু উপায় ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করায় মামলা দায়ের করেছে। দুদক বগুড়া সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক আমিনুল ইসলাম বাদী হয়ে সোমবার দুপুরে বগুড়া সদর থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেন। মতিন ও তুফান সরকারের বিরুদ্ধে হত্যা, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক বিক্রি ভূমি দস্যুতাসহ একাধিক মামলা রয়েছে। ২০১৭ সালে এক তরুণীকে ধর্ষণসহ তরুণী ও তার মাকে মাথা ন্যাড়া করে দেয়ার ঘটনায় তুফান সরকার ও মতিন সরকারের নানা সন্ত্রাসী ঘটনা সামনে আসে। ঘটনাটি ‘তুফান কা-’ হিসেবে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করে। ধর্ষণ ও নারী নির্যাতন মামলায় প্রধান অভিযুক্ত হিসেবে তুফান পুলিশের হাতে গ্রেফতার হয়ে কারাগারে যায়। দুদক জানায়, মতিন সরকার তথ্য গোপন ও মিথ্যা ঘোষণা দিয়ে ২ কোটি ২১ লাখ বত্রিশ হাজার টাকার স্থাবর-অস্থাবর সম্পদ অর্জন করে। এছাড়া জ্ঞাত আয় বহির্ভূতভাবে অসাধু উপায়ে আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৩ কোটি ৯ লাখ ৬৩ হাজার টাকার সম্পদ অর্জন করে ভোগ দখলের প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। তুফান সরকারের বৈধ আয়ের কোন উৎস নেই। সে ২৯ লাখ ৭৯ হাজার টাকার স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য গোপন করে বা মিথ্যা ঘোষণা দেয় এবং অসাধু উপায়ে জ্ঞাত আয় বহির্ভূতভাবে আয়ের সঙ্গে অঙ্গতিপূর্ণভাবে ১ কোটি ৫৯ লাখ টাকার সম্পদ অর্জন করে ভোগ দখল করছে। সম্পদ বিবরণী ও প্রাথমিক অনুসন্ধানে এই সতত্যা পাওয়া যাওয়ায় ডিসেম্বর মাসে দুদক রাজশাহী বিভাগীয় কার্যালয়ের অনুমোদন পাওয়ায় সোমবার বগুড়া সদর থানায় এই মামলা দায়ের করা হয়। মামলার বাদী দুদকের সহকারী পরিচালক জানিয়েছেন, অভিযুক্তদের বিরুদ্ধে পরবর্তী তদন্ত করে অবৈধ সম্পদের আরও তথ্য পাওয়া গেলে তা অন্তর্ভুক্ত করে চার্জশীট দাখিল করা হবে।
×