ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সবজি নিয়ে বিপাকে কৃষক

প্রকাশিত: ০৪:৪৯, ৩১ ডিসেম্বর ২০১৮

সবজি নিয়ে বিপাকে কৃষক

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ চৌগাছা উপজেলায় শীতকালীন সবজি নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। বাজারে ফুলকপি বিক্রেতারা জানান, এক ঝুড়ি এক শ’ টাকা আর কেজি দেড় টাকা দরে বিক্রি করতে হচ্ছে। চৌগাছা কাঁচাবাজারে ঘুরতে এসে এই দৃশ্য চোখে পড়ে। এ উপজেলার উৎপাদিত সবজির দেশজুড়ে বেশ খ্যাতি রয়েছে। গত বছরের থেকে চলতি শীত মৌসুমের সবজির চাষের ব্যাপকতা বেড়েছে। এখানে সপ্তাহে শুক্র, সোম ও বুধবার ৩ দিন সবজির বাজার বসে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে সবজি ব্যবসায়ীরা এখানে কিনতে আসেন। এখান থেকে প্রতি সপ্তাহে প্রায় ১শ’ ট্রাক সবজি সবজি রাজধানীসহ বিভিন্ন জেলা ও উপজেলায় নিয়ে যায় পাইকারি সবজি ব্যবসায়ীরা। উপজেলা কৃষি অফিস জানান, এ বছর ফুলকপি ৪৮০ হেক্টর, বেগুন ৭৫৫ হেক্টর, বাঁধাকপি ৫৭০ ও মূলা ৩৫৫ হেক্টর জমিতে চাষ হয়েছে।
×