ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে অধিকাংশ কেন্দ্রে নেই বিএনপির এজেন্ট

প্রকাশিত: ০৪:৪৮, ৩১ ডিসেম্বর ২০১৮

  বরিশালে অধিকাংশ  কেন্দ্রে নেই  বিএনপির এজেন্ট

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ জেলার ছয়টি সংসদীয় আসনের ৮০৫টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ চলছে। রবিবার সকাল আটটায় ভোট শুরুর পর থেকে বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে একমাত্র বরিশাল-৩ আসন বাদে অপর পাঁচটি আসনের কোন কেন্দ্রে বিএনপির কোন পোলিং এজেন্ট কিংবা কোন নেতাকর্মীকে দেখা যায়নি। জেলার অন্যান্য আসনের মতো বরিশাল-১ আসনেও সকাল আটটায় ভোট গ্রহণ শুরু হয়। সকাল সোয়া নয়টার ওই আসনের আগৈলঝাড়া উপজেলার সেরাল বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন নৌকার প্রার্থী আবুল হাসানাত আব্দুল্লাহ। ওই আসনের কোন কেন্দ্রে নৌকা, হাতপাখা, গোলাপফুল মার্কা ব্যতীত ধানের শীষের কোন পোলিং এজেন্টকে দেখা যায়নি। বরিশাল-২ আসনে শান্তিপূর্ণ ভোট দেখা গেছে। এই আসনের কোথাও বিএনপির কোন পোলিং এজেন্ট দেখা যায়নি।
×